মঙ্গলবার, ০১ নভেম্বর, ২০১৬, ০৮:৪০:২১

আমি আগের মিরাজই থাকব, কোনো পরিবর্তন হবে না: মিরাজ

আমি আগের মিরাজই থাকব, কোনো পরিবর্তন হবে না: মিরাজ

স্পোর্টস ডেস্ক: পূর্বদিক থেকে উঠা সূর্য্য পশ্চিমে প্রায় হেলে পড়ছিল! গোধূলীর লাল আভায় মিরপুরের আকাশ রাঙিন ছিল বেশ কিছুক্ষণ। গোধূলীর শেষ সময়ে হঠ্যাৎ মিরপুরের আকাশ জ্বল জ্বল করে উঠল।

আলোকিত হয়ে উঠল চারপাশ। শুণশান নিরাবতা ভেঙে আবারও কিঁচিরমিচির শব্দে মুখর মিরপুরের হোম অব ক্রিকেট। নিস্তব্ধ হয়ে থাকা পরিবেশ হঠ্যাৎ জেগে উঠল বাংলাদেশের ক্রিকেটের নতুন সূর্য্য মেহেদী হাসান মিরাজকে দেখে।

 
মুখ ভরা হাসিতে মিরাজ রাঙিয়ে তুলেছিলেন মিরপুরের পরিবেশকে। ইংল্যান্ড বধের নায়ক সোমবার পড়ন্ত বিকেলে একাডেমি থেকে বের হলেন বাড়ী যাবার উদ্দেশ্যে। বিকেল সাড়ে পাঁচটার বিমানে যশোর হয়ে খুলনা পৌঁছাবেন খুলনার তারকা। এর আগে সকালে টিম হোটেল ছেড়ে একাডেমিতেই ছিলেন মিরাজ। বন্ধুবান্ধবকে নিয়ে দীর্ঘক্ষণ মেতেছিলেন আড্ডায়। দেখা করেছেন পুরনো বন্ধু ও জাতীয় দলের আরেক তুর্কী মুস্তাফিজুর রহমানের সঙ্গে। অনূর্ধ্ব-১৯ দলে দুজন দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন। আজ তারা দুজনই জাতীয় দলে। মুস্তাফিজ ইনজুরিতে না পড়লে নিশ্চিতভাবেই দুই বন্ধু একই সঙ্গে ইংল্যান্ড বধের সাফল্য ভাগাভাগি করতে পারতেন। সময় ফুরিয়ে যায়নি। মুস্তাফিজ ফিরে এলেই সতীর্থ হিসেবে পেয়ে যাবেন মিরাজকে।

গতকাল ইংল্যান্ডকে হারানোর পর পুরো দল উৎসব করে কাটিয়েছে। রুটিন ভেঙে সব কাজই হয়েছে নির্ধারিত সময়ের পর। রাতভর পার্টি হয়নি কিন্তু এক রুমে ‘আড্ডা’ হয়েছে দীর্ঘক্ষণ। আর আড্ডা কেন্দ্রবিন্দুতে ছিলেন ১৯ বছর বয়সী মিরাজ। ‘বয়সের সমান দুই টেস্টের উইকেট’-এমন তথ্য নিয়ে হাসাহাসি হয়েছে দীর্ঘক্ষণ।

রাতের আড্ডা গভীর রাতে শেষ হলেও সকাল-সকাল ঘুম ভেঙেছে ঠিকই। মিরাজও উঠেছিলেন সকাল ১০টার আগেই। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন দুপুর ১২টায় ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন। ফুল তুলে দেন অধিনায়ক মুশফিকুর রহিম ও কোচ চন্ডিকা হাথুরুসিংহের হাতে।

ক্রিকেটারদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দেন বক্তব্য। এরপর ক্রিকেটাররা একে একে হোটেল ছাড়েন। বিসিবির গাড়িতে একাডেমিতে যান মিরাজ। হোটেল থেকে বের হওয়ার পথে গণমাধ্যমের সামনে আরেকবার মিরাজ, ‘আমার এখনও দীর্ঘ পথ যেতে হবে। আমি যতই খেলব ততই আমার সামনে চ্যালেঞ্জ আসতে থাকবে। ঘরের মাঠে আমি টার্ন পাচ্ছি কিন্তু বাংলাদেশের বাইরে টার্ন পাব না। এজন্য আমাকে সব পরিস্থিতিতে মানিয়ে নিতে হবে। নতুন নতুন জিনিস শিখতে হবে। আমি আগের মিরাজই থাকব। কোনো পরিবর্তন হবে না’-রাইজিংবিডি
১ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে