মঙ্গলবার, ০১ নভেম্বর, ২০১৬, ০৯:৩১:০৬

মিরাজকে নিয়ে যা লিখলেন ভারতীয় পত্রিকা

 মিরাজকে নিয়ে যা লিখলেন ভারতীয় পত্রিকা

স্পোর্টস ডেস্ক: শক্তিশারী ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকের দুই টেস্টে একাই ১৯ উইকেট নিয়ে ক্রিকেট পাড়ার আলোচনায় টাইগার দলের নবীন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। বর্তমানে খুলনার এই কৃতি সন্তান ভক্ত আর ক্রীড়া বিশ্লেষকদের প্রশংসায় পঞ্চমুখ। ঠিক তখন নতুন আলোচনার জন্ম দিল কলকাতার প্রভাবশালী পত্রিকা। ‘অটো চালকের ছেলের হাতে ইংল্যান্ড হেরে গেলো।’ এমন শিরোনামে একটি সংবাদ ছাপিয়েঠে পত্রিকাটিতে।

সংবাদটিতে মিরাজকে নিয়ে লেখা হয়েছে? যেমন: সংবাদটির ইন্ট্রো শুরু করা হয়েছে এভাবে-খুলনার ‘পোলা’। ৩ সপ্তাহ আগে মেহেদি হাসান নামের কোনও ক্রিকেটারকে চিনত না ক্রিকেট বিশ্ব। পাকিস্তানের গজল গায়ককের নামের সঙ্গে মিল তার। এহেন ডান হাতি অফ স্পিনার একেবারে ঘোল খাইয়ে ইংল্যান্ডকে জিততে দিল না।

তাছাড়া পত্রিকাটিতে তুলে ধরেছে মিরাজের বাবার পরিশ্রমী জীবনের সংগ্রাম, অভাবের সংসারে অটো চালিয়ে ছেলেকে তার স্বপ্নপূরণে পথে নিয়ে যেতে নিরালস চেষ্টা করেছেন। এমন বিষয়কে বেশি গুরুত্ব দিয়ে সংবাদটি প্রচার করা হয়েছে।  যেখানে মিরাজের একক নৈপুণ্য অনেকাংশেই দেওয়া হয়েছে।

১ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে