মঙ্গলবার, ০১ নভেম্বর, ২০১৬, ০৯:৫৭:২৩

যে কারণে বাংলাদেশে দুইদিন বেশি থাকতে হচ্ছে ইংলিশ ক্রিকেটারদের

যে কারণে বাংলাদেশে দুইদিন বেশি থাকতে হচ্ছে ইংলিশ ক্রিকেটারদের

এক্সক্লুসিভ ডেস্ক : দুইদিন বাংলাদেশে বেশি থাকতে হচ্ছে ইংল্যান্ডের ক্রিকেটারদের। সে কারণটি খুবই মজার ও অন্যরকম। টেস্ট ম্যাচটা রীতি অনুযায়ী পাঁচদিনে গড়ালে ম্যাচ শেষ হত এক নভেম্বর, মানে মঙ্গলবার।

ফলে, ইংলিশ দল সেটা মাথায় রেখেই বিমানের টিকেট কিনেছিল। কিন্তু, বাংলাদেশের মিরাজ-সাকিবদের দাপটে তিন দিনেই মিরপুর টেস্টে ১০৮ রানে জিতে গেছে বাংলাদেশ।

ফলে, অনেকটা বাধ্য হয়েই বাড়তি দু’দিন কোনো কাজ ছাড়াই ঢাকায় বসে থাকতে হচ্ছে অ্যালিস্টেয়ার কুকের দলকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য জানায় তারা চাইলে এই সময়ে ঢাকাতে অনুশীলন করতে পারবে তারা।

বাংলাদেশ থেকে ইংল্যান্ড যাবে ভারতে। তাদের বিপক্ষে খেলবে পাঁচটি টেস্ট, তিনটি ওয়ানডে আর দু’টি টি-টোয়েন্টি ম্যাচের পূর্নাঙ্গ সিরিজ খেলবে। ঢাকা থেকে সরাসরি মুম্বাইয়ে যাওয়ার পরিকল্পনা তাদের। রাজকোটে নয় নভেম্বর সিরিজের প্রথম টেস্ট শুরু হবে।
১ নভেম্বর ১০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে