মঙ্গলবার, ০১ নভেম্বর, ২০১৬, ১০:০৪:২৯

এবার ইংল্যান্ড বললো ‘সত্যিই ক্রিকেট আয়োজনের জন্য বাংলাদেশ একদম নিরাপদ’

এবার ইংল্যান্ড বললো ‘সত্যিই ক্রিকেট আয়োজনের জন্য বাংলাদেশ একদম নিরাপদ’

খেলাধুলা ডেস্ক: ৩০ সেপ্টেম্বর নিরাপত্তার চাদরে ঢেকে ঢাকায় আসে ইংলিশরা। ৩০ সেপ্টেম্বর নিরাপত্তার চাদরে ঢেকে ঢাকায় আসে ইংলিশরা। গুলশানের হলি আর্টিজানে গত এক জুলাইয়ের হামলার পর বাংলাদেশের মাটিতে ইংল্যান্ড ক্রিকেট দলের সফর হুমকির মুখে পড়েছিল। যদিও, শেষমেশ সরকারের উচ্চপর্যায়ের সমঝোতা ও আশ্বাসের সুবাদে যথাসময়েই মাঠে গড়ায় দু’দলের মধ্যকার সিরিজ।

এর মধ্যেই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের নিরাপত্তা বিষয়ক প্রধান রেগ ডিক্যাসনের নেতৃত্বে তিন সদস্যের দল বাংলাদেশে আসে। ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জন ক্যার ও প্রফেশাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (পিসিএ) প্রধান নির্বাহী ডেভিড লেথারডেলকে সাথে নিয়ে এই ডিক্যাসন ঢাকা ও চট্টগ্রামের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন।

তাদের সবুজ সংকেত পাওয়ার পরই ইসিবির মন গলে। ৩০ সেপ্টেম্বর নিরাপত্তার চাদরে ঢেকে ঢাকায় আসে ইংলিশরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেলেও দুই টেস্টের সিরিজে ১-১ ড্র করেছে ইংল্যান্ড।

সিরিজ শেষে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করলেন কলিন গ্রেভস। ইংল্যান্ড দলের সাথে বাংলাদেশেই অবস্থান করা এই কর্মকর্তা বলেন, ‘যে ধরণের নিরাপত্তা এখানে আমরা পেয়েছি সেটা সত্যি অসাধারণ। আমি মনে করি ক্রিকেট ম্যাচ আয়োজনের জন্য বাংলাদেশ একদম নিরাপদ। আমাদের জন্য এত আয়োজন করার জ্য আমি বিসিবি, বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাতে চাই। বাংলাদেশে অবস্থান করার সময়টা ছিল সত্যি আনন্দময়।’

তিনি ক্রিকেটে বাংলাদেশের উন্নতি নিয়েও কথা বললেন। তার মনে, বাংলাদেশ এখন দেশের মাটিতে দারুণ ক্রিকেট খেলে। এমনিতেই ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) ব্যস্ততার মাঝে সময় পাওয়া মুশকিল। তারপরও বাংলাদেশের জন্য আরও কিছু ম্যাচের পরিকল্পনা তাদের আছে।

বললেন, ‘বাংলাদেশ ক্রিকেট এখন অনেক উন্নত। নিজেদের কন্ডিশনে ওদের হারানো খুব শক্ত। এই উন্নতিটা ধরে রাখেতে পারলে খুব অল্প সময়ে এই দেশের ক্রিকেটের প্রতি ভালবাসার ধরণটাই বদলে যাবে। আমাদের এফটিপির ব্যস্ত শিডিউলেও আমরা বাংলাদেশের জন্য কিছু ম্যাচ আয়োজনের কথা ভাবছি।’

গত বছর অক্টোবরে বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়ার দুই ম্যাচের টেস্ট সিরিজ এই নিরাপত্তার ইস্যুতে বাতিল হয়ে যায়। এমনকি চলতি বছর বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও দল পাঠায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

সম্প্রতি সিএ’র নিরাপত্তা বিষয়ক প্রধান শন ক্যারল ঢাকায় এসে ইংল্যান্ড দলের জন্য নিরাপত্তা ব্যবস্থার নমুনা দেখে গেছেন। তিনি সবুজ সংকেত দিলে আগামী বছরের আগস্টে ঢাকায় খেলতে আসবে অস্ট্রেলিয়া।-খেলাধুলা
১ নভেম্বর ১০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে