মঙ্গলবার, ০১ নভেম্বর, ২০১৬, ১০:৫৭:২৭

টাইগারদের পারফরম্যান্সে ‘মুগ্ধ’ ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, আবারো ম্যাচ চায় তারা

টাইগারদের পারফরম্যান্সে ‘মুগ্ধ’ ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, আবারো ম্যাচ চায় তারা

স্পোর্টস ডেস্ক: টাইগারদের বিপক্ষে ১-১ সমতায় সিরিজ শেষ করেছে ইংল্যান্ড ক্রিকেট দল। সিরিজের প্রথম টেস্টে জয়ের বন্দর থেকে ফিরে আসলেও ঢাকা টেস্টে ইংলিশদের কাছ থেকে জয় ছিনিয়ে নেয় তারা।

টাইগারদের এমন পারফরম্যান্সে মুগ্ধ হয়ে আগামীতে বাংলাদেশের বিপক্ষে আরো বেশি দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলতে আগ্রহ প্রকাশ করেছেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান কলিন গ্রেভস।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কলিন গ্রেভস বলেন, ‘আমাদের এফটিপিতে দারুণ ব্যস্ততা। তবে, হ্যাঁ এর বাইরে আমরা চেষ্টা করবো বাংলাদেশের বিপক্ষে বাড়তি টেস্ট খেলার সুযোগ বের করতে। কারণ বাংলাদেশের পারফরম্যান্স আমাদের মুগ্ধ করেছে।’

বাংলাদেশ সরকারের নিরাপত্তা ব্যবস্থায় খুশি হয়ে ইসিবি প্রধান বলেন, ‘বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা সত্যি অসাধারণ। এককথায় বাংলাদেশ ক্রিকেট খেলার জন্য নিরাপদ দেশ। শুধু তাই না। সার্বিক ব্যবস্থাপনা ছিলো দারুণ। এজন্য বাংলাদেশ সরকার ও বিসিবিকে ধন্যবাদ।’
১ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে