মঙ্গলবার, ০১ নভেম্বর, ২০১৬, ১১:১৯:৫১

মোগো বাড়ি কারেন্ট নাই, খেলা দেহার জন্য নাতি একটা টিভি পাঠাইছে: মিরাজের দাদি

মোগো বাড়ি কারেন্ট নাই, খেলা দেহার জন্য নাতি একটা টিভি পাঠাইছে: মিরাজের দাদি

খেলাধুলা ডেস্ক: বিশ্বকে চমক দেখানো মিরাজের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। অস্থায়ী ঠিকানা হিসেবে থাকছেন খুলনায়। ওই উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের বৈরমখার দীঘি পূর্ব পাড়ের একটি ঝুপড়ি ঘরে জন্ম হয়েছিল তাঁর। আর্থিক অনটনের কারণে প্রায় ১৫ বছর আগে খুলনায় পাড়ি জমায় তাঁর পরিবার।

দীঘির পাড়ের সেই ঝুপড়ি ঘরেই গতকাল রাতে কথা হয় মিরাজের দাদি জবেদা বিবির সঙ্গে। তিনিও নাতির খেলা দেখেন, তবে অন্যের ঘরে। পাশের প্যাদাবাড়িতে গিয়ে টিভিতে নাতির খেলা দেখেছেন। গতকাল সকালে দুজনের কথাও হয়েছে মোবাইল ফোনে।

জবেদা বিবি বলেন, ‘মোগে বাড়িতে কারেন্ট (বিদ্যুৎ) নাই। হ্যার পরও নাতির খ্যালা দেখছি প্যাদা বাড়িতে যাইয়া। শুক্রবারই নাতি টিভি পাঠাইছে, ঘরে কারেন্ট নাই।’

স্থানীয় বাসিন্দা শহীদুল ইসলাম বলেন, ‘বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে মেহেদী এলাকায় আসে। প্রায় বছরখানেক ধরেই আমরা তাঁর সম্পর্কে মিডিয়া থেকে জেনেছি। সে এলেই বাড়িতে লোকজন জড়ো হয়। আমাদের এলাকার ছেলে জাতীয় দলে খেলছে, এর চেয়ে বেশি সম্মানের আর কী হতে পারে।
১ নভেম্বর ১০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে