মঙ্গলবার, ০১ নভেম্বর, ২০১৬, ১২:৪৬:৫২

চাঁদ আসায় মিরাজের বাড়িতে চলছে ঈদের আনন্দ ভাগাভাগি

চাঁদ আসায় মিরাজের বাড়িতে চলছে ঈদের আনন্দ ভাগাভাগি

স্পোর্টস ডেস্ক: ঈদ মানে খুশি। আর এই ঈদ এখন মিরাজের বাড়িতে। ব্রিটিশদের হারিয়ে দুইদিনের জন্য ঘরে ফিরেছে মিরাজ। তাকে কাছে পেয়ে বাঁধনহারা উল্লাসে মেতেছে খুলনাবাসী।

টেস্টের পর বিপিএলের প্রস্তুতি নেয়ার কথা ছিল ক্রিকেটারদের। কিন্তু তিনদিনে ম্যাচ শেষ হয়ে যাওয়ায় দুইদিনের অনির্ধারিত ছুটি পাচ্ছেন সবাই। চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অভিষেক হয় মিরাজের।

অভিষেক টেস্টে ৭ উইকেট নিয়ে নজর কাড়লেও দলের হার দেখতে হয় তাকে। দ্বিতীয় টেস্টে মিরাজ আরো বিধ্বংসী। দুই ইনিংসে মোট ১২ উইকেট নিয়ে ইংলিশদের ধসিয়ে দেন। ১০৮ রানের ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ।

সোমবার বিকেলে যশোর বিমানবন্দর থেকে মিরাজকে তার বাড়িতে নিয়ে আসে খুলনা জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষে তাকে বরণ করেন আতিকুল ইসলাম। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে পৌঁছান মিরাজ।

মিরাজের বাড়ি ফেরার খবর পেয়ে এলাকার লোকজন বাসায় ভিড় জমায়। দীর্ঘদিন পর ছেলেকে কাছে পরম মমতায় বুকে টেনে নেন মা মিনারা বেগম। মঙ্গলবার পর্যন্ত খুলনায় থাকবেন মিরাজ।

তার বাড়িতে এখন মানুষের উপচে পড়া ভিড়। তাকে মিষ্টিমুখ করাতে মরিয়া সবাই। ঈদের আনন্দ যেন চলেছে মিরাজের বাড়িতে। আর ঈদের চাঁদ মিরাজই।
১ নভেম্বর ১০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে