মঙ্গলবার, ০১ নভেম্বর, ২০১৬, ০১:০৫:১০

সেদিন বিরতির সময় ধমক দিয়ে কি বলেছিলেন কোচ? যার পরেই বদলে গেলো ম্যাচের ভাগ্য

সেদিন বিরতির সময় ধমক দিয়ে কি বলেছিলেন কোচ? যার পরেই বদলে গেলো ম্যাচের ভাগ্য

স্পোর্টস ডেস্ক : ম্যাচ চলছিলো মিরপুরের খেলার মাঠে। সেদিন চা বিরতির ধমকও দেন দলের কোচ। সে সময় মুশফিকুর রহিমের দলকে কি বলেছিলেন কোচ চন্দিকা হাতুরাসিংহে? ওঠে সে প্রশ্ন।

দলীয় অধিনায়ক মুশফিক বলেছিলেন সে বিষয়ে। তিনি বলেছেন, ওই বিরতির সময় তাদের ওপর রেগে আগুন হয়েছিলেন কোচ। তারপর তো ম্যাজিকই দেখা যায়। রবিবার মিরপুরে তৃতীয় দিনে কোনো উইকেট না হারিয়ে ১০০ রানে বিরতিতে গিয়েছিল ইংল্যান্ড।

তাদের সামনে ছিল ২৭৩ রানের জয়ের টার্গেট। ফিরে এসে মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের জাদুতে ১৬৪ রানেই অল আউট! বাংলাদেশের পেয়ে যায় তাদের ইতিহাসের সেরা জয়। ১০৮ রানের ঐতিহাসিক জয়। কিন্তু কি বলেছিলেন বাংলাদেশের লঙ্কান কোচ?

এই প্রশ্নে খুব ঝেড়ে কাশেন না হাতুরাসিংহে। তবে জানিয়ে দেন, "আমি হতাশ ও আপসেট ছিলাম এই ভেবে যে আমাদের হাতের মুঠোয় থাকা আরেকটি সুযোগ আমরা প্রায় নষ্ট করে ফেলছি। ছেলেদের সাথে আলাপ করলাম। আমি তাদের রুখে দাঁড়ানোর চ্যালেঞ্জ দিয়েছিলাম। ওদের বলেছিলাম, এমন সুযোগ আর আসবে না। কয়েকজন দাঁড়িয়ে যাওয়ায় এবং ভিন্ন কিছু করার সিদ্ধান্ত নেওয়ায় আমি খুশি।"
 
চা বিরতির পর ফিরে মুশফিকের ডেপুটি তামিম ইকবাল সক্রিয় হয়ে ওঠেন। ফিল্ড সাজানোয় বড় ভূমিকা রাখেন। সাকিবও সহায়তা করেন। বল হাতে সাকিব ও মেহেদী এরপর দুর্ধর্ষ হয়ে তুলে নেন ১০ উইকেটই। মেহেদীর ৬ ও সাকিবের ৪ উইকেট।

২০১৪ থেকে বাংলাদেশের কোচ হাতুরাসিংহে। দলকে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে গড়ে তোলায় তার বড় ভূমিকা। সেদিন তার চ্যালেঞ্জ নিয়ে কয়েকজন খেলোয়াড় যেভাবে দাঁড়িয়ে গেলেন তার প্রশংসা করে হাতুরাসিংহে বলেছেন, "সবচেয়ে ভালো ব্যাপার এই হয়েছিল যে বড় খেলোয়াড়রা দাঁড়িয়ে গেল।" তারপর ভুবন ভুলানো এক জয়।

স্বাভাবিক ভাবে বাংলাদেশের অসাধারণ এই জয়ের সাথে চিরদিন জড়িয়ে থাকবে হাতুরাসিংহের নাম। চা বিরতির সময় দলকে দেওয়া তার ধমকের কথাও বা কেউ ভোলে কি করে! এক ধমকেই যে টাইগাররা আমূল বদলে গেল সেই শেষে বিকেলে!
১ নভেম্বর ১০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে