মঙ্গলবার, ০১ নভেম্বর, ২০১৬, ০৭:৪৪:০২

বিপিএল খেলতে বাংলাদেশে আসছেন হ্যাম্পশায়ারের সেই ক্রিকেটার

বিপিএল খেলতে বাংলাদেশে আসছেন হ্যাম্পশায়ারের সেই ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর এবারের আসরে রংপুর রাইডার্সে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ইংলিশ অল রাউন্ডার লিয়াম ডওসন। নিরাপত্তা ইস্যুতে পেশাদার ক্রিকেটার্স এসোসিয়েশনের (পিসিএ) সতর্কতা সত্তেও শেষ মুহূর্তে ডওসন বাংলাদেশে আসতে রাজি হয়েছেন।
 
এর আগে ইংল্যান্ডের ওয়ানডে দলের সাথে বাংলাদেশ সফরে আসলেও কোন ম্যাচ খেলতে পারেননি। পুরো বিপিএলেই হ্যাম্পশায়ারের এই অল রাউন্ডারকে রংপুর পাচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে। চলতি সপ্তাহের শেষে ডওসনের ঢাকায় আসার কথা রয়েছে।
 
নিরপাত্তাজনিত কারণে ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিয়ে বেশ আলোচনা হলেও শেষ পর্যন্ত সব বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে চলতি মাসের শুরুতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসে ইংলিশ ক্রিকেট দল।
 
যদিও পিসিএ প্রধান নির্বাহী ডেভিড লেদারডেল বলেছিলেন ঘরোয়া লিগে হয়তবা বাংলাদেশের নিরাপত্তা সেই মানের থাকবে না, যে কারণে তিনি ইংলিশ ক্রিকেটারদের বিপিএল এ অংশগ্রহণের ব্যপারে সতর্ক করেছিলেন। কিন্তু ডওসন বলেছেন, আশা করছি দারুন একটি চ্যালেঞ্জ হবে। পুরো টুর্নামেন্টে বেশ কয়েকজন ভাল মানের বিদেশি খেলোয়াড় খেলছে। সে কারনেই সব দলের জন্যই প্রতিযোগিতাটা চ্যালেঞ্জিং হবে। আশা করছি দলের হয়ে ভাল কিছু পারফরমেন্স দেখাতে পারবো।
 
২০১৬ ন্যাটওয়েস্ট টি২০ ব্ল্যাস্টে হ্যাম্পশায়ারে ডওসন অধিনায়ক শহীদ আফ্রিদীর অধীনে খেলেছেন। এবারের আসরে রংপুরের কোচের দায়িত্ব পালন করছেন সাবেক বাংলাদেশি ব্যাটসম্যান জাভেদ ওমর। আগামী ৪ নভেম্বর বিপিএল এর পর্দা উঠবে, ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
১ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে