মঙ্গলবার, ০১ নভেম্বর, ২০১৬, ০৯:৫৪:১০

টস করার সময় কেনো মায়ের নাম লেখা জার্সি পড়েছিলেন ধোনি?

টস করার সময় কেনো মায়ের নাম লেখা জার্সি পড়েছিলেন ধোনি?

স্পোর্টস ডেস্ক: বিশাখাপত্তনমেই ভারত সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। প্রবল চাপে ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। সিরিজ হেরে গেলে তাঁকে সমালোচনার শিকার হতে হত। কারণ ওয়ানডে সিরিজের আগেই টেস্ট সিরিজে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল সিরিজ জিতে নিয়েছে।

ফলে ওয়ানডে সিরিজে হার মানেই ধোনির উপরে চাপ এসে পড়া। অবশ্য শেষ পর্যন্ত ধোনিকে রক্তাক্ত হয়নি। বড় ব্যবধানেই নিউজিল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ধোনির ভারত।

বিশাখাপত্তনমে ভারতীয় দল অভিনবত্ব দেখিয়েছে। মায়ের নাম লেখা জার্সি পরে নির্ণায়ক ম্যাচটি খেলতে নেমেছিল ভারত। মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলি, অজিঙ্কে রাহানে-সহ গোটা দলই মায়ের নাম লেখা জার্সি পরে নেমেছিলেন বিশাখাপত্তনমে।

ঘটনা হল, ‘স্টার ইন্ডিয়া’-র নতুন উদ্যোগ ছিল। প্রত্যেকের জীবনে মায়ের ভূমিকা কতখানি, তা বোঝাতেই তাঁদের এই অভিনব উদ্যোগ ছিল।

সবাইকে মায়ের নাম লেখা জার্সি পরে খেলতে দেখা গেলেও ব্যতিক্রম ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। টসের সময়ে রবি শাস্ত্রীর সঙ্গে যখন কথা বলছিলেন, তখনও ধোনির পিঠে ছিল তাঁর মায়ের নাম লেখা জার্সি। ব্যাট করতে এসেছিলেন মায়ের নাম লেখা জার্সি পরেই।  

কিন্তু ফিল্ডিং করার সময়তেই অন্য ছবি। ধোনির পিঠে লেখা নেই মায়ের নাম। সেখানে জ্বলজ্বল করছিল ধোনির নিজের নামই। ব্যাপারটা তাহলে কী? সবাই তো ফিল্ডিংয়ের সময়তেও নিজেদের মায়ের নাম লেখা জার্সি পরেচিলেন।

হঠাৎ তাহলে কী হল ধোনির? বায়োপিক ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ প্রকাশের পরেই বিতর্ক তৈরি হয়েছে। ছবিতে দেখানো হয়নি তাঁর দাদা নরেন্দ্র সিংহ ধোনিকে। তার জন্য ধোনির দাদা প্রচণ্ড ক্ষুব্ধ।

খবর প্রকাশিত হয়েছে, হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে ধোনির দাদার। খবর পেয়েও ধোনি কিন্তু হাসপাতালে যাননি। তবে কী সেইরকমই কিছু ঘটনা নাকি?

ক্রিকেটভক্তদের মনে নানা প্রশ্নের উদ্রেক হতেই পারে। কিন্তু না। আসল ঘটনা অন্য। ধোনি ব্যাট করার সময়ে হাফ হাতা জার্সি পরতেই পছন্দ করেন। কিন্তু ফিল্ডিংয়ের সময়ে ফুল স্লিভ জার্সি পরে খেলতেই পছন্দ করেন ধোনি।

সেই কারণেই ধোনিকে ফিল্ডিং করার সময়ে ফুল স্লিভ জার্সিতে দেখা গিয়েছে। ফুল স্লিভ জার্সিতে লেখা ছিল না ধোনির মায়ের নাম। সেই জন্যই উইকেটকিপার ধোনির পিঠে ছিল না মায়ের নাম।

মায়ের সঙ্গে সম্পর্ক চুকেবুকে গিয়েছে, এমন ধারণা যে সব ক্রিকেটপাগলরা করেছেন, তাঁদের জ্ঞাতার্থে বলতে হয়, ফিল্ডিংয়ের সময়ে তিনি যে জার্সি পরে স্বচ্ছন্দ্য বোধ করেন, সেই জার্সি পরেই উইকেটকিপিং করেন। এর মধ্যে অন্য গল্প খোঁজার কোনও প্রয়োজনই নেই।-এবেলা
১ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে