মঙ্গলবার, ০১ নভেম্বর, ২০১৬, ১০:৪২:০০

কোন বোলারই আউট করতে পারল না ব্রার্থওয়েটকে!

কোন বোলারই আউট করতে পারল না ব্রার্থওয়েটকে!

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ওপেনার হিসেবে খেলতে নেমে অপরাজিত ১৪২ রান করেছেন ক্রেইগ ব্রার্থওয়েট।

ওপেনার হিসেবে ব্যাট হাতে নেমে ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। ফলে রেকর্ড বইয়ে নাম উঠেছে ব্রার্থওয়েটের। বিশ্বের ৫১তম ও ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম খেলোয়াড় হিসেবে রেকর্ড বইয়ে নাম তুললেন ব্রার্থওয়েট।

রেকর্ড বইয়ে নাম তোলার ইনিংসে ৩১৮টি বল খেলেন ব্রার্থওয়েট। ওভার বাউন্ডারি না হাকাঁতে পারলেও, ১১টি বাউন্ডারি মারেন তিনি। এক প্রান্ত আগলে দলের অন্যান্য ব্যাটসম্যানদের যাওয়া আসা দেখেছেন ব্রার্থওয়েট। ফলে রেকর্ড বইয়ে নাম উঠে তার।

এই তালিকায় বাংলাদেশের সাবেক ওপেনার জাভেদ ওমরেরও নাম আছে। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ওপেনার হিসেবে খেলতে নেমে ৮৫ রানে অপরাজিত থেকে যান জাভেদ।
১ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে