বুধবার, ০২ নভেম্বর, ২০১৬, ০২:৪৪:২২

বাংলাদেশ টিম ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে যা বললেন ইংলিশ ক্রিকেটার

বাংলাদেশ টিম ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে যা বললেন ইংলিশ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: গত ৩০ নভেম্বরই টেস্ট সিরিজ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু, আগে থেকেই বিমানের টিকেট কিনে রাখার কারণে এই বুধবার এসে ঢাকা ছাড়তে পারলো ইংল্যান্ড ক্রিকেট দল।

আর ঢাকা ছাড়ার আগে বাংলাদেশ ও বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে ধন্যবাদ দিয়ে গেলেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ বাংলাদেশ। নিরাপত্তা দলের সবাইকে ধন্যবাদ যারা গোটা সিরিজে আমাদের সাথে ছিলেন...’

গুলশানের হলি আর্টিজানে গত এক জুলাইয়ের হামলার পর বাংলাদেশের মাটিতে ইংল্যান্ড ক্রিকেট দলের সফর হুমকির মুখে পড়েছিল। যদিও, শেষমেশ সরকারের উচ্চপর্যায়ের সমঝোতা ও আশ্বাসের সুবাদে যথাসময়েই মাঠে গড়ায় দু’দলের মধ্যকার সিরিজ। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট হয়ে তবেই বাংলাদেশে এসেছিল ইংল্যান্ড।

গত ৩০ সেপ্টেম্বর ঢাকায় পা রাখে দলটি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতলেও টেস্ট সিরিজ ড্র হয় ১-১ ব্যবধানে।

ইংল্যান্ড দল ঢাকা থেকে সরাসরি যাবে দলটা যাবে ভারতের মুম্বাইয়ে। তাদের বিপক্ষে খেলবে পাঁচটি টেস্ট, তিনটি ওয়ানডে আর দু’টি টি-টোয়েন্টি ম্যাচের পূর্নাঙ্গ সিরিজ খেলবে। রাজকোটে নয় নভেম্বর সিরিজের প্রথম টেস্ট শুরু হবে।
২ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে