বুধবার, ০২ নভেম্বর, ২০১৬, ০২:৫৭:০০

শিরোপা ছাড়া আর কিছুই ভাবছে না তামিমের চিটাগং ভাইকিংস

শিরোপা ছাড়া আর কিছুই ভাবছে না তামিমের চিটাগং ভাইকিংস

স্পোর্টস ডেস্ক : শিরোপা জিততেই হবে চিটাগং ভাইকিংসকে। গত আসরে অনেক শক্তিশালী দল নিয়েও ফাইনালে খেলা হয়নি তামিমদের। তবে এবার আরো শক্তিশালী চিটাগং ভাইকিংস।

আসরের দ্বিতীয় দিন বরিশাল বুলসের সাথে ম্যাচ দিয়ে তাদের যাত্রা শুরু। ক্রিস গেইল, ডোয়াইন স্মিথ, শোয়েব মালিক, চতুরঙ্গা ডি সিলভা, মোহাম্মদ নবি- বিদেশি খেলোয়াড়দের এই কটি নাম পড়েই বুঝে নিয়েছেন এবারের চিটাগং বিদেশিতে পাকিস্তান নির্ভর নয়। যেমনটি ছিল গতবার। এদের সাথে তাসকিন আহমেদ, আব্দুর রাজ্জাক, এনামুল হক বিজয়, সাকলাইন সজীব, জহুরুল ইসলামদের মিলিয়ে ভারসাম্যের দল।

শিরোপা জেতার মতোই দল। সব পরিস্থিতি সামলানোর মতো দল। এটা কাজে লাগানোই বড় চ্যালেঞ্জ তামিমদের জন্য। ঢাকা লিগে দারুণ খেলে যাওয়া চতুরঙ্গাও আলো ছড়াতে পারেন। বোলিং বৈচিত্র বাড়ছে জুবায়ের হোসেন লিখনের মতো লেগ স্পিনার থাকায়। তাসকিন টাইমাল মিলস ও ইমরান খান জুনিয়রের পেসের সাথে অভিজ্ঞ রাজ্জাকের বাঁ হাতি স্পিন আছে।

গেলবার তারা শেষে তৃতীয় হয়েছিল। কিন্তু চিটাগং তৃতীয় হতে চায় না। তামিম গতবার ফর্মের চূড়ায় ছিলেন। আর এবার তো আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটেই সেঞ্চুরি করেছেন। টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক সেঞ্চুরি পাওয়া দেশের একমাত্র ক্রিকেটার। ওপেনার ও অধিনায়ক তামিম। তার সাথে হাত লাগাতে হব বাকিদেরও।

বাংলাদেশের ক্রিকেটে কোচ হিসেবে সবচেয়ে সফল মোহাম্মদ সালাউদ্দিন। চিটাগংয়ের প্রধান কোচ তিনি। সাফল্যের দীর্ঘ ইতিহাস এই কোচের। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে গেল বিপিএলের চ্যাম্পিয়ন করেছেন। সাফল্যের জন্য মরীয়া তাকে ছিনিয়ে এনেছে কুমিল্লা থেকে।   

গেল মৌসুমে মোহাম্মদ আমির দারুণ করলেন। ৯ ম্যাচ ১৪ উইকেট নিলেন পাকিস্তানের পেসার। স্পট-ফিক্সিং কেলেঙ্কারির জন্য ৫ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ওটা আমিরের প্রথম বিদেশের টুর্নামেন্ট ছিল। ভালো দল গড়লেও আমিরকে মিস করবেন তামিমরা।
 
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের উইকেটকিপার জাকির হাসান ছিলেন এক আবিস্কার। সেখানে উইকেটের পেছনে দারুণ নির্ভরযোগ্য ছিলেন। উইকেটের সামনে ছিলেন স্ট্রোকে আলোকিত ব্যাটসম্যান। এনামুল হকের হাত থেকে গ্লাভস যেতে পারে তার হাতে।
২ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে