বুধবার, ০২ নভেম্বর, ২০১৬, ০৩:৩৬:১৪

যে কারণে বিপিএল খেলতে ঢাকায় আসতে দেড়ি হচ্ছে আফ্রিদির

যে কারণে বিপিএল খেলতে ঢাকায় আসতে দেড়ি হচ্ছে আফ্রিদির

স্পোর্টস ডেস্ক : ঢাকায় আসতে দেড়ি হচ্ছে আফ্রিদির। খবর রটে এবারের বিপিএল খেলতে আসার চুক্তি নাকি বাতিল করেছেন আফ্রিদি। বিপিএলে পাকিস্তানী তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদীর আসা না আসা নিয়ে ক্রিকেট পাড়ায় তৈরি হয়েছে ধুম্রজাল। এবারের আসরে তার দল রংপুর রাইডার্স।

পেমেন্ট সংক্রান্ত জটিলতায় শেষ মূহুর্তে রংপুরের সঙ্গে চুক্তি বাতিল করেছেন আফ্রিদি বলে খবর রটে। মঙ্গলবার রংপুরের অনুশীলনে ক্রিকেটাররা সরাসরি কিছু বলতে না চাইলেও টিম মেনেজমেন্টর সঙ্গে তাদের এক ধরনের ‘গ্যাপ’ পরিস্কার হয়ে উঠে।

এ নিয়ে কয়েকটি সংবাদ মাধ্যম খবরও প্রচার করে। তবে বুধবার সকালে রংপুর রাইডার্সের ভক্তদের জন্য কিছুটা ইতিবাচক খবর পাওয়া যাচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে ঢাকায় শহীদ আফ্রিদীর ঘনিষ্ট একজন বলেছেন, শহীদ আফ্রিদী আসবেন এবং খেলবেন আসন্ন বিপিএল সিজন ফোরে। তবে এবার পরিবার নিয়েই ঢাকায় আসতে চাইছেন আফ্রিদী। এ নিয়েই হয়তো টিম রংপুরের মেনেজমেন্টর সঙ্গে তার আলোচনা চলছিলো।

তবে সব শঙ্কা কাটিয়ে আজ (বুধবার) রাতেই ঢাকায় নামতে পারেন শহীদ আফ্রিদী এমন তথ্য দেন তিনি। উপরোক্ত জটিলতায় ঢাকায় আসতে দেড়িও হয় তার।
২ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে