বুধবার, ০২ নভেম্বর, ২০১৬, ০৩:৪৮:০৪

শারজাহতে ক্যারিবিয়ানদের স্বপ্ন ভাঙার পথে আজহার আলি

শারজাহতে ক্যারিবিয়ানদের স্বপ্ন ভাঙার পথে আজহার আলি

স্পোর্টস ডেস্ক: আগের দিন ব্র্যর্থওয়েটের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। বড় লিডও নিয়ে নেয়। ১৪ টেস্ট এর পর জয়ের স্বপ্ন দেখতে থাকে ক্যারিবিয়ানরা।  

পাকিস্তান ব্যাটিংয়ে নামার পর সরফরাজ আহমেদকে আউট করলে স্বপ্ন আরো রঙিন হতে থাকে।  তবে শারজাহতে ক্যারিবিয়ানদের সেই স্বপ্ন ভাঙার পথে আজহার আলি।  শ্যানন গ্যাব্রিয়েল ও জেসন হোল্ডারের বল গুলো বেশ ভালোভাবেই সামলাচ্ছেন আজহার।
 
সরফরাজ ও আজহার স্বভাবসুলভভাবেই খেলতে থাকেন। এই দুজন মোট রানের সঙ্গে ৪৭ রান যোগ করেন। সরফরাজ আউট হওয়ার আগ পর্যন্ত দারুণ খেলছিলেন। তার যাওয়ার পর রানের গতি কিছুটা ধীর হয়ে যায়।
 
মোহাম্মদ নওয়াজ বেশ খেলছেন বেশ দেখেশুনে। রানের খাতা খুলতে তার লাগে ১৫ বল। আর দ্বিতীয় রানের জন্য ১৪। তবে অন্যপাশ আগলে রেখে রানের চাকা এগিয়ে নিয়ে যাচ্ছেন আজহার। ২০৪ বলে করেছেন ৮০ রান।
২ নভেম্বর, ২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে