বুধবার, ০২ নভেম্বর, ২০১৬, ০৪:৪৩:২৮

মিরাজের বাড়ি তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

মিরাজের বাড়ি তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

স্পোর্টস ডেস্ক : খুলনার খালিশপুরের নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে ওঠে আসা বাংলাদেশের বিস্ময় মেহেদী হাসান মিরাজের বাড়ি তৈরির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে প্রধানমন্ত্রী জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর এই নির্দেশনা ইতোমধ্যে খুলনার জেলা প্রশাসককে জানিয়ে দিয়েছেন মুখ্য সচিব আবুল কালাম আজাদ। বাড়ি করার জন্য উপযুক্ত স্থান খুঁজে মিরাজের জন্য বাড়ি বানানোর ব্যবস্থা নেবে স্থানীয় জেলা প্রশাসন।

ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর অধিনায়ক মুশফিকুর রহিমকে ফোন করে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। টেস্ট দলকে সংবর্ধনা দেয়ার ঘোষণা দেন তিনি। জয়ের অবদান রাখায় প্রধানমন্ত্রী মিরাজকে ফোন করেও অভিনন্দন জানান।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকেই নানা রেকর্ডের জন্ম দিয়েছেন তরুণ এই ক্রিকেটার। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১০৮ রানের জয়েও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। ইংল্যান্ড সিরিজের পর থেকে দেশে-বিদেশে প্রশংসায় ভাসছেন খুলনার এই তরুণ ক্রিকেটার।

০২ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে