শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:০৯:৫৯

মাশরাফির গুণগান গেয়ে কি লিখল ইংলিশ মিডিয়া?

মাশরাফির গুণগান গেয়ে কি লিখল ইংলিশ মিডিয়া?

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মতুর্জার নেতৃত্বেই বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। ক্রিকেটে নতুন যুগে প্রবেশ করার নায়ক তিনি।

এক সাক্ষাৎকারের ভূমিকায় ইংলিশ মিডিয়া ‘ব্রিটিশ ব্রড কাস্টিং সার্ভিস’ মাশরাফিকে নিয়ে লিখেছে, বাংলাদেশ ওডিআই ও টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ১৪ বছরের ক্রিকেট ক্যারিয়ারের অধিকাংশই চোটের (ইনজুরি) কারণে মাঠের বাইরে কেটেছে।

দুই হাঁটুতে তার সাতটি বড় বড় অস্ত্রোপচার হয়েছে, যার যেকোন একটিতেই একজন ক্রিকেটারের ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে। কিন্তু এখনো সদর্পে মাঠে কাটাচ্ছেন তিনি।

অধিনায়ক হবার পর তার নেতৃত্বে কুড়িটি ওডিআই (এক দিনের আন্তর্জাতিক) ম্যাচের মধ্যে পনেরোটিতেই জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। একদিনের আন্তর্জাতিকের একটি দ্বিপাক্ষিক সিরিজও হারেনি।

অনেকেই তাকে বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে দেখছেন। কাছের মানুষ তাকে চেনে কৌশিক নামে।-বিবিসি
১১ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে