বুধবার, ০২ নভেম্বর, ২০১৬, ০৮:৩২:৫৯

জয়ের জন্য ক্যারিবীয়দের দরকার ৩৯ রান, পাকিস্তানের ৫ উইকেট

জয়ের জন্য ক্যারিবীয়দের দরকার ৩৯ রান, পাকিস্তানের ৫ উইকেট

স্পোর্টস ডেস্ক: খেলাটা হয়তো আজই শেষ হয়ে যেত। আলোর স্বল্পতার জন্য হয়নি। ম্যাচ জয়ের সমীকরণটা ওয়েস্ট ইন্ডিজের জন্য যত সহজ পাকিস্তানের জন্য ততটাই কঠিন। শেষ দিনে ক্যারিবীয়দের দরকার ৩৯ রান। আর পাকিস্তানের চাই ৫ উইকেট। কোনটা বেশি সহজ তা আগামীকাল সকালের পিচই বলে দেবে। তবে পাকিস্তানকে জিততে হলে ভাগ্যের সহায়তা লাগবে।

প্রথম ইনিংসে ২৮১ রানের পর দ্বিতীয় ইনিংসেও ২০৮ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। আজহার আলী ৯১ এবং সরফরাজ খান ৪২ রান করেন। দলের ৬ ক্রিকেটার দুই অংক ছুঁতে পারেনি। জেসন হোল্ডারের পেস বোলিং তোপেই উড়ে যায় আজহার বাহিনী। ১৭.৩ ওভার বল করে মাত্র ৩০ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছেন এই তরুণ পেসার।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৩১ রানেই জনসন বিদায় নেন। ৬ রানের ব্যবধানে ডোয়াইন ব্রাভো বিদায় নিলে বিপদে পড়ে ক্যারিবীয়রা। ক্রেইগ ব্রেথওয়েট(৪৪*) একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করেন। কিন্তু দলীয় ৫৭ রানে ইয়াসির শাহর বলে জুলফিকার বাবরের হাতে ধরা খান স্যামুয়েলস(১০)। ইয়াসির শাহ এখন পর্যন্ত ৩ উইকেট নিয়েছেন। ওয়াহাব রিয়াজ নিয়েছেন ২টি। ব্রেথওয়েটের সাথে ক্রিজে আছেন উইকেটকিপার ব্যাটসম্যান শেন ডরিচ(৩৬)।
২ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে