বুধবার, ০২ নভেম্বর, ২০১৬, ০৮:৪৪:১৩

বিপিএল শুরুর আগে নূরুল হাসান সোহানের কিছু কথা

বিপিএল শুরুর আগে নূরুল হাসান সোহানের কিছু কথা

স্পোর্টস ডেস্ক: আগামী ৪ নভেম্বর মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। মাঝে একবার বিরতি দিয়ে এই আসরে আবারও মাঠে নামছে রাজশাহী। তবে এবার ভিন্ন মানে, রাজশাহী কিংস হয়ে। এই দলটির অন্যতম সদস্য, ব্য্যাটসম্যান কাম উইকেটকিপার নূরুল হাসান সোহান।

তার মত, তাদের দলের অধিকাংশ সদস্য তরুণ হওয়াই টুর্নামেন্টে ভালো করার ব্যাপারে বেশ আশাবাদী তিনি। তা ছাড়া সোহান মনে করেন, দলটির অধিনায়কের দায়িত্ব পাওয়া ক্যারিবিয়ান তারকা ড্যারেন স্যামির নেতৃত্বে টি২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের মতো ভালো কিছুই বয়ে আনবেন তারা।

উদ্বোধনী ম্যাচেই দলটি মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার। এজন্য পুরো টিমই বুধবার (২ নভেম্বর) অনুশীলন করেছে মিরপুর একাডেমি মাঠে। এদিন অনুশীলন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সোহান।

সাংবাদিকদের তিনি বলেন, ‘আসলে আমাদের দলটা অনেক তরুণ দল। দলের টিম স্পিরিটটা অনেক ভালো আছে। টি২০ দরকার টিম স্পিরিটটা, আমার মনে হয় এটা আমরা শতভাগ দিতে পারবো। আর বাকিটা মাঠে দেখার বিষয় কতটুকু পারফরম করতে পারি।’

এদিকে দেশি-বিদেশির ক্রিকেটারে সমন্বয়ে একটা ব্যালান্স টিম হয়েছে রাজশাহীর, এমনটাও মনে করেন সোহান। এ প্রসঙ্গে সোহান বলেন, ‘বিদেশি খেলোয়াড়ের মধ্যে আমাদের ড্যারেন স্যামি আছে, ওমর আকমল আছে, সামিত প্যাটেল, উপুল থারাঙ্গা আছে। ইনশা আল্লাহ আমাদের ব্যালেন্স টিম আছে, ভালো কিছু করা সম্ভব।’

এদিকে সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক মেহেদি হাসান মিরাজ রয়েছেন এই দলে। তাকে নিয়ে সোহান বলেন, ‘এটা (মিরাজ দলে থাকা) অনেক বড় একটা ব্যাপার। শেষ যে টেস্ট সিরিজ হয়েছে সেখানে প্রায় ও একাই ভালো পারফরম্যান্স করে বাংলাদেশকে জিতিয়েছে। এটা আমাদের অনেক বেশি কাজে দেবে, ও থাকাটা আমাদের অনেক বেশ অনুপ্রাণিত করবে। মূল জিনিসটা হচ্ছে মাঠে পারফরম্যান্স করতে হবে। ও (মিরাজ) আমাদের সাপোর্ট দেবে। আর আমাদের ওকে সাপোর্ট দিতে হবে যাতে ও আরও ভালো পারফরম করতে পারে।’

অধিনায়ক হিসেবে সাকিবকে দলে পাওয়া নিয়ে সোহান বলেন, ‘শেষ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ড্যারেন স্যামির নেতৃত্বেই। আমার কাছে মনে হয়েছে অধিনায়ক হিসেবে অনেক ভালো এবং টিমম্যাট হিসেবেও অনেক ভালো। ইনশাআল্লাহ ফুল সিজনটাই এনজয় করবো।
২ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে