বুধবার, ০২ নভেম্বর, ২০১৬, ১১:৩৮:৪৫

হাফিজকে বাদ দিয়ে নিউজিল্যান্ড সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা

হাফিজকে বাদ দিয়ে নিউজিল্যান্ড সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ অল-রাউন্ডার মোহাম্মদ হাফিজ।

চলতি গ্রীষ্মে ইংল্যান্ড সফরে ৩৬ বছর বয়সী এই ওপেনিং ব্যাটসম্যানের ফর্ম মোটেই ভাল ছিল না। তিন টেস্টে তার ব্যাট থেকে এসেছে মাত্র ১০২ রান, যার ফলে শেষ টেস্টে দলে জায়গা হয়নি। গত মাসে শারজাহতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও নিজেকে মেলে ধরতে পারেননি। তিনদিনের অনুশীলন ম্যাচে শুন্য ও ৯ রানে আউট হবার কারণে তিন ম্যাচের সিরিজে দল থেকে বাদ পড়েন। হাফিজ অবশ্য অবৈধ বোলিং এ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ ছিলেন। তবে নতুন করে বোলিং পরীক্ষা দেবার জন্য নিজেকে প্রস্তুত করে তুলেছেন।

পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক বলেছেন, নিজেকে প্রমাণ করতে হলে হাফিজকে আগে বোলিং এ্যাকশন শুধরে আসতে হবে। তিনি বলেন, খুব শিগগিরই হাফিজ বোলিং এ্যাকশনের পরীক্ষা দিতে যাচ্ছেন। সেখানে সবুজ সঙ্কেত পেলেই তাকে বিবেচনা করা হবে।

২০১৪ সালের নভেম্বরে প্রথমবারের মত হাফিজের বোলিং এ্যাকশন নিয়ে অভিযোগ উঠে। এরপর আবারো গত বছর জুনে একই অভিযোগ উত্তাপিত হওয়ায় তাকে আন্তর্জাতিক অঙ্গনে বোলিং করা থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়।

তার পরিবর্তে নিউজিল্যান্ড সিরিজে ২৭ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান শারজিল খানকে ডাকা হয়েছে। পাকিস্তানের হয়ে ২০টি ওয়ানডে ও ১৫টি টি২০ ম্যাচ খেললেও শারজিল এখনো পাঁচদিনের ফর্মেটে খেলার সুযোগ পাননি। সীমিত ওভারের ম্যাচের অভিজ্ঞতা থেকেই শারজিলকে টেস্টে আক্রমনাত্মক ব্যাটসম্যান হিসেবে দলে রাখা হয়েছে বলে ইনজামাম জানিয়েছেন।

স্কোয়াডে রয়েছেন পাঁচজন ফাস্ট বোলার—মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, সোহেল খান, রাহাত আলী ও ইমরান খান। এছাড়া দুজন স্বীকৃত স্পিনার ইয়াসির শাহ ও মোহাম্মদ নাওয়াজ তো রয়েছেনই। ক্যারিবীয়দের বিপক্ষে শারজাহতে চলমান তৃতীয় টেস্টে দলে থাকলেও কিউই সিরিজে জায়গা ধরে রাখতে পারেননি বাঁহাতি স্পিনার জুলফিকার বাবর। এ সম্পর্কে ইনজামাম বলেছেন, নিউজিল্যান্ডের কন্ডিশনের কথা বিবেচনা করে পুরো দল সাজানো হয়েছে। মূলত তরুণ ও অভিজ্ঞতার মিশেলে দল গঠন করা হয়েছে।

দলের নেতৃত্বি যথারীতি থাকছেন মিসবাহ-উল-হক। আগামী ১৭ নভেম্বর ক্রাইস্টচার্চে প্রথম টেস্ট ও ২৫ নভেম্বর হ্যামিল্টনে শুরু হবে দ্বিতীয় টেস্ট। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পরে অস্ট্রেলিয়া উড়ে যাবে পাকিস্তান। সেখানে স্বাগতিকদের বিপক্ষে রয়েছে তিনটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে ম্যাচ। অস্ট্রেলিয়া সফরের জন্য দল পরে ঘোষণা করা হবে।

পাকিস্তান দল: মিসবাহ-উল-হক (অধিনায়ক), আজহার আলী, সামি আসলাম, ইউনিস খান, আসাদ শফিক, বাবর আজম, শারজিল খান, সরফরাজ আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ নাওয়াজ, ইয়াসির শাহ, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, রাহাত আলী, সোহেল খান, ইমরান খান।
২ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে