শুক্রবার, ০৪ নভেম্বর, ২০১৬, ১১:৩৩:১২

মেসির গালি খেয়েও অভিযোগ করলেন না রেফারি!

মেসির গালি খেয়েও অভিযোগ করলেন না রেফারি!

স্পোর্টস ডেস্ক : সময় যাচ্ছে কিন্তু রহস্য শেষ হচ্ছে না এখনো। মঙ্গলবার রাতে ম্যাচ শেষে ম্যাঞ্চেস্টার সিটি ড্রেসিংরুমের সামনে গিয়ে ক্ষিপ্ত মেসি নাকি হুমকি দেন, সিটির যে ফুটবলার তাকে টিটকিরি দিচ্ছে সে বাইরে আসুক। কিন্তু এখন আবার খবর, সে দিন ম্যাচের হাফটাইম থেকেই মেসির তোপের মুখে পড়তে হয়েছে রেফারিদের।

প্রথমার্ধে রেফারির কয়েকটা সিদ্ধান্ত মেনে নিতে পারেননি এলএম টেন। সুযোগ পেয়ে বিরতিতে ড্রেসিংরুমে ফেরার পথে নাকি রেফারির সাথে খারাপ আচরণ করেন বার্সেলোনা ফরোয়ার্ডকে। ম্যাচ রেফারি ভিক্টর কাসালের উপর চিৎকারও করতে শোনা যায় ফুটবলের রাজপুত্রকে। সাধারণত এ রকম পরিস্থিতিতে বড় রকমের শাস্তি হয় সংশ্লিষ্ট ফুটবলারের।

কিন্তু অভাবনীয়ভাবে উয়েফা জানিয়েছে, মেসির বিরুদ্ধে রেফারি তার রিপোর্টে কোনো অভিযোগ আনেননি। ফলে কোনো শাস্তির মুখে পড়তে হচ্ছে না বার্সা মহাতারকাকে।

পাশাপাশি আবার টানেলে মেসির সাথে যার অভব্য আচরণের জেরে বিপক্ষ ড্রেসিংরুমে হানা দেন মেসি, তিনি ছিলেন সিটির সহকারী কোচ মিকেল আর্টেটা। যি‌নি মেসিকে নাকি হুমকি দেন, ‘‘তুমি আমাদের ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে কী করছ?’’

হারের ময়নাতদন্তে বসে আবার বার্সা গোলকিপার স্টেগেন নতুন করে বিতর্ক তুলেছেন। কেভিন দে’ব্রায়ানের ফ্রি-কিক গোলের জন্য নিজের সতীর্থদের দায়ী করেছেন বার্সা কিপার। দাবি করেছেন, সেই সময় বার্সার তোলা মানব প্রাচীরের ভুল পজিশনিংয়ের জন্যই গোলটা হয়েছে। ‘‘এত লোক ছিল আমার চোখের সামনে, দেখতেই পাইনি দে’ব্রায়ানের শটটা কোন দিকে যাচ্ছে।’’

সাথে আবার মেসিকে কটাক্ষ করে স্টেগেন আরো যোগ করেন, ‘‘হাফটাইমের পরে তো আমরা আর কিছুই করতে পারলাম না! কত সুযোগ পেয়েছিলাম গোল করার। কিন্তু সেগুলো নিতে পারলাম কোথায়?’’

এ দিকে, লুইস সুয়ারেজের ভবিষ্যৎ নিয়েও নতুন করে জল্পনা শুরু হয়ে গেল। বার্সা স্ট্রাইকারের জন্য বড় রকমের প্রস্তাব দিতে চলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। যা পল পগবার জন্য দেয়া অঙ্কেরও বেশি হতে চলেছে। পাল্টা বার্সাও এখন থেকেই নতুন চুক্তি তৈরি করছে সুয়ারেজকে রাখতে
৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে