শুক্রবার, ০৪ নভেম্বর, ২০১৬, ০৪:১৬:৩৬

১ মিনিটেই বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

১ মিনিটেই বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

স্পোর্টস ডেস্ক : দেশ-বিদেশের তারকাদের অংশগ্রহনে বিপিএলের গত তিনটি আসরেই ছিল বর্নাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। ব্যতিক্রম হলো এবারের আসর। উদ্বোধনী অনুষ্ঠান বলতে যা বোঝায় তার কিছুই ছিল না এদিন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স ম্যাচ দিয়ে আজ শুরু হয়েছে বিপিএলের চতুর্থ আসর।  সর্বশেষ খবরে এখনো মাঠে গড়ায়নি ম্যাচ।

ম্যাচ শুরু হওয়ার কথা ছিল দুপুর আড়াইটায়। দুইটার দিকে মাঠের একপ্রান্তে কুমিল্লা ও রংপুরের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত ও শুভেচ্ছা বিনিময় করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্ব শেষ হওয়ার পরপরই জ্বলে ওঠে ছোট্র গোটা কয়েক আতজবাজি। যা এক মিনিটেই শেষ। ব্যস্ত, উদ্বোধনী অনুষ্ঠান বলতে এটুকুই।

অথচ আরে আসরগুলোতে উদ্বোধনী অনুষ্টানের পিছনে ৩/৪ কোটি টাকা খরচ করা হয়েছিল। বিসিবির তরফে বলা হয়েছে, ইংল্যান্ডের সিরিজের ব্যস্ততার কারণেই  উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে পারেনি তারা।
৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে