শুক্রবার, ০৪ নভেম্বর, ২০১৬, ০৪:২৮:২৫

‘আমি গেইলের সাথে ওপেনিং করার জন্য মুখিয়ে আছি’

‘আমি গেইলের সাথে ওপেনিং করার জন্য মুখিয়ে আছি’

স্পোর্টস ডেস্ক : তামিম ইকবালের দল চিটাগং ভাইকিংস। গতবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষদিকের দল। যদিও এবারে শক্তিশালী দল গঠন করা ফ্র্যাঞ্চাইজিটির লক্ষ্য শিরোপা জেতা। বিপিএলে নিজেদের লক্ষ্যের কথা অধিনায়ক তামিম ইকবাল জানালেন সংবাদ সম্মেলনে।

দল যেমন হল
এ বছর আমার কাছে মনে হয় আমরা খুব ব্যালেন্স একটি দল তৈরী করেছি। দেশী ও বিদেশী ক্রিকেটারে দলটি বেশ সমৃদ্ধ। শেষবারও দল হিসেবে খারাপ ছিলাম না। এবার আরেকটু বেটার। যেটা আমি সব সময় বলে আসছি আমাদের মাঠে ভালো খেলতে হবে। আমরা যদি দলগতভাবে ভালো খেলতে পারি তাহলে আপনি দল নিয়ে ভালো কিছু করতে পারবেন। আমাদের যে লক্ষ্য প্রথম ম্যাচের আগে আমরা একটি টিম তৈরী করতে হবে..যেখানে টিম স্পিরিট রেডি করতে চাই... যেখানে একজন আরেকজনকে বুঝবে.. তারা নিজেদের সাফল্য শেয়ার করবে। যেখানে একজন আরেকজনের ক্যারিয়ার শেয়ার করবে।এরকম যদি একটা টিম করতে পারি তাহলে আশা করছি এ বছর ভালো ফল আসবে।

ব্যাক্তিগত লক্ষ্য
ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করব আমি আমার সেরা খেলাটা খেলার। যেখানেই খেলি না কেন আমি সব সময় চেষ্টা করি সেরা খেলাটা খেলার। সব সময় বলি... অনেক সময় সম্ভব হয় অনেক সময় সম্ভব হয় না। আমার পক্ষ থেকে কমিটমেন্টের কোনো ঘাটতি থাকবে না। শতভাগ কমিট এ দলটির জন্য। সাফল্যের জন্য যা করার প্রয়োজন আমি তাই করব। ব্যাটিংয়েও তাই আমি সব সময় চেষ্টা করব ব্যাটিং দিয়ে দলকে সাহায্য করতে।

টেস্টের পর টি-টোয়েন্টি
এখন এত পরিমাণ ক্রিকেট হচ্ছে যে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। আমি লাকি যে আমি বেশ কয়েকটি অনুশীলনের সেশন পেয়েছি। আর দেশী ক্রিকেটার তো অনুশীলন করেই আসছে। যে জিনিসগুলো অনুশীলনে করেছি সে জিনিসগুলো যদি আমরা মাঠে প্রয়োগ করতে পারি তাহলে ভালো ফল আসবে।   

ব্যাটিং
আমাদের একটি দল হিসেবে খেলতে হবে। ব্যক্তিগতভাবে আপনি যতটাই ভালো খেলেন না কেন আপনি যদি দল হিসেবে… দেখুন আমি গত বছর ব্যক্তিগতভাবে ব্যাটিং ভালো করেছিলাম কিন্তু দল হিসেবে ভালো করতে না পারায় আমার পারফরম্যান্সের কোনো মূল্য ছিল না। এবার যদি আমি অ্যাভারেজ পারফরম্যান্সও করি কিন্তু দল যদি ভালো করে তাহলে আমার অ্যাভারেজ পারফরম্যান্সের বেশি মূল্য থাকবে। আমি নিজে বেশ এক্সাইটেড, লোকাল যারা আছে তারাও এক্সাইটেড। অনেক কিছুর প্রমাণ করতে হবে। বিজয় বলেন, অমি ভাই বলেন যারাই আছে তারা সবাই মিলে যদি একটা ভালো পারফরম্যান্স করতে পারি তাহলে অবশ্যই দলের জন্য ভালো হবে।

ক্রিস গেইল
আমি অবশ্যই গেইলের সঙ্গে ওপেন করতে মুখিয়ে আছি। ওর সঙ্গে কখনোই ব্যাটিং করিনি। ভিন্ন অনুভূতি হবে। এমন একজন খেলোয়াড়... যেদিন খেলে মনে হয় ক্রিকেট খেলাটি কতটা সোজা। তবে আমি দলের মধ্যে ক্রিস গেইল ফ্যাক্টর চাই না। যখন এরকম কোনো ফ্যাক্টর থাকে এবং ওই খেলোয়াড় যখন ব্যর্থ হয় তখন পুরো দল ব্যর্থ হয়ে যায়। আমি মনে করি ক্রিস গেইল আমাদের জন্য যেরকম গুরুত্বপূর্ণ ঠিক সেরকম বিজয়ও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সবার গুরুত্ব সমান থাকতে হবে। আমি কোনো খেলোয়াড়কে বাড়তি গুরুত্ব দিতে রাজী নই। ১৫-২০টি খেলোয়াড় যারা আছে সবাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ১৫-২০টার মধ্যে ১-২টা বিশেষ পারফরম্যান্স থাকবেই। আমি মনে করি এই দলে সবাই যেভাবে ক্রিস গেইলকে গুরুত্ব দিবে ঠিক সেভাবেই সবাইকে গুরুত্ব দিবে।

ক্রিস গেইল এই ফরম্যাটে আনডাউটেডলি সেরা ক্রিকেটার। যেদিন ও খেলে খেলাটা খুব সহজ হয়ে যায়। আমার কাছে মনে হয় বোলিংয়ে আমাদের এক-দুই আছে যারা চ্যাম্পিয়ন ফ্যাক্টর। ইমরান খানকে অনেকেই দেখেননি। আমি ওর সঙ্গে খেলে।

টেস্টের অভিজ্ঞতা
টেস্ট ম্যাচের মত উইকেট থাকবে না। এটা টি-টোয়েন্টি। এখানে যদি বেশি রান তত বেশি মজা। আমি তো আশা করব ১৭০-৮০ এর খেলা হবে দুই ইনিংসেই। টি-টোয়েন্টিতে সবাই আসে চার-ছয় দেখার উদ্দেশ্যে। এটা হলেই ভালো হবে।-খেলাধুলা
৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে