শুক্রবার, ০৪ নভেম্বর, ২০১৬, ০৫:০৪:৫৮

‘মেসি জাতীয় দলের জন্য জীবন দিতেও প্রস্তুত’

‘মেসি জাতীয় দলের জন্য জীবন দিতেও প্রস্তুত’

স্পোর্টস ডেস্ক: বরাবর ভালো খেলেও জাতীয় দলের জন্ বড় ধরনের কোন শিরোপা এনে দিতে পারেননি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তাই তার হতাশা চরমে। হবেন নাই বা কেন? চার চারটি ফাইনালে উঠে হার। গত তিন বছরে তিনটি ফাইনাল থেকে খালি হাতে ফিরেছেন এই ফুটবল সুপারস্টার! কিন্তু এইসব পরাজয় রীতিমতো তাতিয়ে দিয়েছে আর্জেন্টিনার অধিনায়ককে। মেসি জাতীয় দলের জন্য জীবন দিতে পারে-বলে জানিয়েছেন আর্জেন্তিনার কোচ এডগার্দো বাউসা।

এ নিয়ে আর্জেন্টিনা কোচ বলেন, “মেসি জাতীয় দলের জন্য জীবনও দিতে প্রস্তুত। হতাশা থেকেই অবসরের কথা বলেছিল। জাতীয় ফুটবল ছাড়া আর কিছুই ভাবতে পারে না লিও।’’

একইসঙ্গে তিনি বলেন, ‘‘আমরা ফুটবল নিয়ে কথা বলা শুরু করলাম। আপনারাও দেখলেন, মেসি ফুটবল নিয়েই বাঁচে। জাতীয় দলের হয়ে মেসির মতো করে আর কেউ খেতাব জিততে চায় না। ও খেতাব জেতার জন্য মরিয়া। আমরা যে দুই ঘণ্টা আলোচনা করেছিলাম, সেখানে সেটা মেসি বুঝিয়েছিল কি চায়”

২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে জার্মানির কাছে হেরে স্বপ্ন গুঁড়িয়েছিল আর্জেন্তিনার। ২০১৫ ও ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে হারে তারা। শেষ কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হেরে যাওয়ার পর ক্ষোভে, হতাশায় হঠাৎ করে জাতীয় দলকে বিদায় বলেও দিয়েছিলেন মেসি। পরে অবশ্য কোচ হিসেবে দায়িত্ব নেওয়া বাউসার সঙ্গে কথা বলে জাতীয় দলে ফেরেন তিনি।
৪ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে