শুক্রবার, ০৪ নভেম্বর, ২০১৬, ০৫:৫৩:৫২

ভাই তারপরও আমি কিন্তু মানুষ : মুশফিক

ভাই তারপরও আমি কিন্তু মানুষ : মুশফিক

স্পোর্টস ডেস্ক : শুক্রবার সকালে মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করতে আসে বরিশাল বুলস। দলের সাথে আসেন অধিনায়ক মুশফিকুর রহিম। মুশফিক অধিনায়ক বলে চলছে নানা কানাঘুষা। বরিশালকে তিনি কি ডুবিয়েই দেবেন না উদ্ধার করবেন।

গত বছর থেকেই ব্যাটিংয়ে সময়টা ভালো যাচ্ছে না তার। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না তিনি। এ জন্যই ওঠে সমালোচনার ঝড়।

অন্যদিকে মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও তামিম ইকবাল থেকে শুরু করে প্রায় সব ক্রিকেটারই বরাবর বলে থাকেন বাংলাদেশ ক্রিকেটের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ভক্তরাও তাকে আদর করে তাকে ডাকেন মিস্টার ডিপেন্ডেবল।

কিন্তু বর্তমানে ছন্দহীন মুশফিক ঠিকই হয়েছেন আইকন ক্রিকেটার। বরিশাল বুলসের মত টিমের দলনেতাও হয়েছেন। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে অনুশীলন এলে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

তার সাংবাদিক এড়িয়ে যাওয়ার পুরনো অভ্যাস রয়েছে। বাজে ফর্ম নিয়ে সাংবাদিকদের অনেক কথার জবাব দিতে হয় বলেই তার সাংবাদিক ভীতি ছিলো। তবে এদিন কথা বলেন মুশফিক।

মুশফিক বলেন, মানুষের খারাপ-ভালো সময় থাকতেই পারে। সেদিক থেকে বলবো, আমি অনেক অখুশি ছিলাম নিজের পারফরম্যান্স নিয়ে,  ভাই তারপরও আমি কিন্তু মানুষ । তবে আমি অনেক কঠিন পরিশ্রম করছি, চেষ্টা করছি আমার আগের যে স্বরূপ, সেটা এই বিপিএলে ফিরিয়ে আনতে।’

তবে টেস্ট কিংবা ওয়ানডে ক্রিকেটের তুলনায় টি-টোয়েন্টি ক্রিকেটকে অনেক কঠিন বলে মনে করেন মুশফিক। তার মতে এ সংস্করণে সময় খুব কম পাওয়া যায় বলে দেখে খেলার সুযোগ থাকে না। অনেক সময় আক্রমণাত্মক হতে গিয়ে আউট হতে হয়।

অনেক সময় দলের কারণে খেলতে গিয়েও এমনটা হতে পারে বলে জানান মুশফিক, ‘টি-টোয়েন্টি সংস্করণ মোটেও সহজ নয়। এতো সংক্ষিপ্ত যে অনেক সময় দেখা যায়, সময় নেওয়ার সুযোগই থাকে না। মারতে গিয়ে বা দলের কারণে খেলতে গিয়ে আউট হওয়ার কারণ তৈরি হয়ে যায়। ’

এখন পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বোচ্চ সংগ্রাহক মুশফিক। এবার নিজেকে ছাড়িয়ে আরও উঁচুতে ওঠার সুযোগ পাচ্ছেন তিনি। তবে নিজে কখনো রেকর্ডের জন্য নয়, দলের জন্য খেলেন বলে জানান মুশফিক, ‘যদিও মানুষ রেকর্ডের জন্য খেলে না, তবে সত্যি বলতে কি আমি যত বেশি রান করবো দলের অব্যশই উপকারে আসবে। আমার নিজের কিছু লক্ষ্য আছে, চেষ্টা করবো এ বছর যেন ভালো খেলতে পারি।’
৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে