শুক্রবার, ০৪ নভেম্বর, ২০১৬, ০৬:৫৫:২০

ভাইকিংসের সামনে থেকে নেতৃত্ব দেবেন তামিম

ভাইকিংসের সামনে থেকে নেতৃত্ব দেবেন তামিম

স্পোর্টস ডেস্ক: বিপিএল-এর তৃতীয় আসরে চিটাগং ভাইকিংসের হয়ে চমকপদ্য খেলা উপহার দিয়েছিলেন তামিম ইকবাল। আসরটিতে ৯ ম্যাচ করেছিলেন ২৯৮ রান। তারপরও তার দল হারের বৃত্তেই আটকে ছিল। এবার দল হিসেবে খেলতে চান তামিম ইকবাল।

 ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে দলগত পারফম্যান্সের গুরুত্ব বেশি বলে মনে করেন ড্যাশিং এই ওপেনার। তারপরও ব্যাট হাতে প্রয়োজনে সামনে থেকে নেতৃত্ব দেবেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি, ‘ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করব আমার সেরা খেলাটা খেলার। যেখানেই খেলি না কেনও, আমি সব সময় চেষ্টা করি সেরা খেলাটাই খেলতে। সব সময় বলি, অনেক সময় সম্ভব হয় আবার অনেক সময় সম্ভব হয় না। আমার পক্ষ থেকে কমিটমেন্টের কোনও ঘাটতি থাকবে না। শতভাগ দেওয়ার চেষ্টা থাকবে এই দলটির জন্য। সাফল্যের জন্য যা করার প্রয়োজন আমি তাই করব। ব্যাটিংয়েও তাই আমি সব সময় চেষ্টা করব।’

নিজের ব্যাটিং ভালো হলেই যে দল জিতবে তা নয়। যার জ্বলন্ত উদহারণ গত বিপিএল। তামিম ইকবালের দুর্দান্ত ব্যাটিংয়ের পরও চিটাগং ভাইকিংস সেমিফাইনালের গণ্ডি পেরুতে পারেনি। গত বারের উদাহরণ টেনে তামিম বলেছেন, ‘আমাদের দল হিসেবে খেলতে হবে। ব্যক্তিগতভাবে যতটাই ভালো খেলেন না কেনও,  দল হিসেবে না খেললে সাফল্য পাওয়া সম্ভব হবে না। আমি গত বছর ব্যক্তিগতভাবে ব্যাটিং ভালো করেছিলাম। কিন্তু দল হিসেবে ভালো করতে না পারায়, আমার পারফরম্যান্সের কোনও মূল্য ছিল না। এবার যদি আমি গড় পারফরম্যান্সও করি, আর দল যদি ভালো করে তাহলে আমার সেই গড় পারফরম্যান্সের বেশি মূল্য থাকবে।’

তিনি আরও যোগ করেন, ‘আমি নিজে বেশ রোমাঞ্চিত, স্থানীয় খেলোয়াড়রা সবাই রোমাঞ্চিত। অনেক কিছুর প্রমাণ করতে হবে। এনামুল কিংবা আমি যাদের কথাই বলেন সবাই মিলে ভালো পারফরম্যান্স করতে পারলে, অবশ্যই দলের জন্য ভালো হবে।’
৪ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে