সোমবার, ০৭ নভেম্বর, ২০১৬, ১০:৩৫:২২

'লোকে বলবে, সবার মুখ তো বন্ধ করা যাবে না'

'লোকে বলবে, সবার মুখ তো বন্ধ করা যাবে না'

স্পোর্টস ডেস্ক: তাকে দলে রাখার কারণে জায়গা হচ্ছে না অলরাউন্ডার নাসির হোসেন বা তার মত কাউকে আর এ কারণেই অনেক সমালোচনার মুখে পড়তে হচ্ছে শুভাগত হোমকে। এর ফলে সমর্থকদের ক্ষোভ ঝাড়ে তার ওপর। যদিও শুভাগত বলছেন, তিনি ফেসবুকে তাকে নিয়ে বলা এসব কথা তেমন ফলো করেন না। কিন্তু একটা ব্যাপার পরিষ্কার করলেন, এই আক্রমণটা তার প্রাপ্য নয়। কারণ, তিনি দলে আছেন, এটা তার দায় নয়।

তিনি বলেন, ‘লোকে তো বলবেই। সবার মুখ তো আর বন্ধ করা যায় না। হাতের তো পাঁচ আঙ্গুল সমান না। খারাপ কথা বলবে, ভালো কথা বলবে; সবকিছু মিলেই ক্রিকেট। ওইগুলো নিয়ে ভেবে লাভ নেই। আর এটা তো আমার সিলেকশন না, যে আমি নিজে করেছি বা কাউকে ধরে আমি দলে ঢুকি। এটা নির্বাচকদের ব্যাপার। ওনারা নিয়েছেন। ওনারা কারে নিবে, কারে নিবে না এটা তো আমার চিন্তা করে লাভ নেই।’

‘এগুলো আসলে আমি খুব একটা ফলো করিও না। ফেসবুক এতো ব্যবহার করিও না। শুধু আমার নিজের কাজটাই করতে চেষ্টা করি। হয়তো কখনো সফল হই, কখনো হই না।’

দলে নিজের ভূমিকাও পরিষ্কার করেন এই অলরাউন্ডার, ‘আমাকে যখন যেটা ম্যানেজমেন্ট জানায় বা ব্যাটিং পজিশন কোচ, ক্যাপ্টেন দেয়, সেটাই খেলি আর কি। এখানে আমার কোনো পছন্দ থাকে না।’-নয়া দিগন্ত
০৭ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে