সোমবার, ০৭ নভেম্বর, ২০১৬, ০৭:৫১:০৮

দুসংবাদ, বুকে বল লেগে ২২ বছরের এক ক্রিকেটারের মৃত্যু

দুসংবাদ, বুকে বল লেগে ২২ বছরের এক ক্রিকেটারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক: অজি ক্রিকেটার ফিল হিউজের মৃত্যুর জন্য কেউ দায়ী নন। বলের আঘাতই তাঁর মৃ্ত্যুর একমাত্র কারণ৷ ক’দিন আগেই এমন কথা জানিয়েছেন হিউজের মৃত্যুর তদন্তকারীরা।

শনিবার ফের তেমনই এক ঘটনা সামনে এল। ফের বাইশ গজ কেড়ে নিল একটি তাজা প্রাণ। বোলিং করার সময় বুকে বল লেগে মৃত্যু হল ২২ বছরের এক ক্রিকেটারের।

সংবাদ প্রতিদিন জানিয়েছে শনিবার বিকেলে চণ্ডীগড়ের মলোয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটেছে। মলোয়া গ্রামেরই দুই স্থানীয় দলের মধ্যে ক্রিকেট ম্যাচ চলছিল৷

২২ বছরের সনু বোলিং করছিলেন৷ তাঁর ডেলিভারিতে সজোরে শট হাঁকান ব্যাটসম্যান৷ আর সেই বলই সোজা গিয়ে লাগে সনুর বুকে৷ সঙ্গে সঙ্গে বুকে হাত রেখে মাটিতে লুটিয়ে পড়েন সনু৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যান বন্ধুরা৷

সেখানেই মৃত্যু হয় তাঁর৷ ঘটনায় এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি৷ তবে পুলিশকে ঘটনা খতিয়ে দেখার আর্জি জানিয়েছে সনুর পরিবার৷

ক্রিকেটের জন্য গ্রামে ভালই নাম-ডাক ছিল সনুর৷ সময় পেলেই ব্যাট-বল হাতে বন্ধুদের সঙ্গে নেমে পড়তেন মাঠে৷ কিন্তু কে জানত, সেই ভালবাসার ক্রিকেটই এত তাড়াতাড়ি তাঁকে পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য করবে! চলতি বছরই বাইশ গজে প্রাণ হারিয়েছিলেন চণ্ডীগড়ের আরও এক স্থানীয় ক্রিকেটার মুকুল।
৭ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে