বুধবার, ০৯ নভেম্বর, ২০১৬, ০৬:২৬:৫৮

কঠিন বিপদে ভারত, ভাল অবস্থানে ইংল্যান্ড

কঠিন বিপদে ভারত, ভাল অবস্থানে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: অবশেষ পর্যন্ত মাঠে গড়ালো ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ। ভারতের রাজকোটে বুধবার সকালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড।

ভারতীয়দের ক্যাচ মিসের মহড়ায় প্রথম এক ঘণ্টা বেশ ভালভাবেই কাটিয়ে দিয়েছিলেন দুই ইংরেজ ওপেনার। কিন্তু অশ্বিনরা আক্রমণে আসতেই ম্যাচে ফিরল ভারত। যদিও তিন উইকেট পড়ার পর ইংল্যান্ড ইনিংসের হাল ধরেন জো রুট।

তাকে যোগ্য সঙ্গ দেন ৯৯ রান করে অপরাজিত থাকা মঈন আলি। ১০২ রানে তিন উইকেট পরার পর রুটের সেঞ্চুরি ও মঈন আলির হাফ সেঞ্চুরির সুবাদে ভাল অবস্থানে আছে ইংল্যান্ড। ১২৪ রান করে উমেশ যাদবের বলে আউট হন জো রুট।  

ইশান্ত ও হার্দিকদের বাইরে রেখে পাঁচ বোলার নিয়ে নেমেছে বিরাটরা। তিন স্পিনার অশ্বিন, অমিত মিশ্র এবং জাডেজার পাশে উমেশ যাদব এবং শামি।

ম্যাচের একেবারে প্রথম ওভারে শামির বলে ক্যাচ মিসের মহড়া শুরু হয়। গালিতে অ্যালিস্টার কুকের ক্যাচ ফেলেন রাহানে। পরের ওভারে ফের কুকের ক্যাচ পড়ে।

এ বার উমেশ যাদবের বলে স্লিপে ক্যাচ ফেলেন বিরাট কোহালি। ষষ্ঠ ওভারে ফের ফের একই ছবি। এ বার স্লিপে হাসিব হামিদের ক্যাচ ফেলেন মুরলি বিজয়।

ভারতের এই হতশ্রী ফিল্ডিংয়ের সুযোগ বেশ ভাল ভাবেই নেয় ইংল্যান্ড। প্রথম ঘণ্টা কাটিয়ে দেন দুই ওপেনার।

ভারত ম্যাচে ফেরে স্পিনাররা আক্রমণে আসার পর। ১৫তম ওভারে জাদেজার বলে ভাঙে কুক-হামিদের ওপেনিং জুটি। ২১ রানে এলবিডব্লিউ হয়ে ফেরেন কুক।

তবে ইংল্যান্ডের অধিনায়কের এ আউট নিয়ে সন্দেহ রয়েছে যথেষ্টই। এ সিরিজ থেকে ডিআরএস চালু করার অনুমতি দিয়েছে বিসিসিআই। চাইলে রিভিউ নিতেই পারতেন কুক।

কিন্তু তিনি গ্রাউন্ড আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নেন। পরে হকআইয়ে দেখা যায়, বল লেগ স্টাম্পে লাগছিল না। কয়েক ওভার পর অশ্বিনের বলে আউট হন নবাগত হামিদ। এ ক্ষেত্রে অবশ্য এলবিডব্লিউ নিয়ে কোনও সন্দেহ ছিল না।

লাঞ্চের আগে বেন ডাকেটের উইকেটও হারায় ইংল্যান্ড। অশ্বিনের বলে রাহানের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ৪৯তম ওভারে দলীয় ২৮১ রানে উমেশের বলে আউট হন জো রুট। তার জায়গায় ব্যাট হাতে নামেন বেন স্টোক। তবে জো রুটের পর মঈন আলিও সেঞ্চুরি হাঁকানোর পথে। সেঞ্চুরী থেকে মাত্র এক রান দূরে থাকতেই ৯৩ ওভারে প্রথম দিনের খেলা শেষ হয়। চার উইকেট হারিয়ে প্রথম দিনে ইংল্যান্ডের সংগ্রহ দাড়ায় ৩১১ রান।
৯ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে