বুধবার, ০৯ নভেম্বর, ২০১৬, ০৬:৩৬:৩৯

হারা ম্যাচ জেতালেন 'বোলার' মাহমুদুল্লাহ

হারা ম্যাচ জেতালেন 'বোলার' মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক: রাজশাহী কিংসের জয়ের জন্য শেষ ওভারে ৭ রান দরকার। টি-টোয়েন্টি ক্রিকেট এ আর এমন কি! হাতে তাদের ৩ উইকেট। ম্যাচে তার আগে মাত্র ১ ওভার করা খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদুল্লাহ নিজের ওপরই বাজি ধরলেন।

শেষ ওভারটিতে মাত্র ৩ রান দিয়ে ৪ বলের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে নাটকীয় এক জয় তুলে আনলেন। শেষ বলে ৪ রান দরকার ছিল রাজশাহীর। কিন্তু মাহমুদুল্লাহর কারণেই শেষ বলে তারা রান আউট ১৩০ রানে! ১৯ রানে খুলনার শেষ ৬ উইকেট তুলে নিয়ে অতি নাটকীয় ৩ রানের জয় রাজশাহী কিংসের।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে ১৩৩ রানেই গুটিয়ে যায় খুলনা। মূলত আবুল হাসান রাজুর বোলিং তোপেই অল্প রানে গুটিয়ে যায় খুলনা। রাজুর বলে একাধারে আউট হন ওয়েসয়েলস, মাহমুদুল্লাহ, অলক কাপালি, আরিফুল হক ও শফিউল ইসলাম।

তখন ভাবা হচ্ছিলো এই টার্গেট বুঝি সহজেই পেরিয়ে যাবে খুলনা। কিন্তু খুলনার বোলাররা তা হতে দেয়নি। জুনায়েদের ৪ উইকেট ও অধিনায়ক মাহমুদুল্লাহ শেষ ওভারে তিন উইকেট নিয়ে ম্যাচ হাতে নিয়ে নেন। ওপেনিংয়ে নেমে রাজশাহীর হয়ে ৬৪ রান করেও ম্যাচ বাঁচাতে পারেন নি মমিনুল।
 
এর আগে ব্যাট করতে নেমে ওয়েসেলেন এর ৩২ ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের ৩২ রানের উপর ভর করে ১৩৩ রান করে খুলনা। রাজশাহীর পক্ষে একাই পাঁচ উইকেট নেন আবুল হাসান রাজু।

নিজের প্রথম ও ইনিংসের চতুর্থ ওভারে রাজশাহীকে ব্রেকথ্রু এনে দেন ইংল্যান্ড সিরিজের (টেস্ট) নায়ক মেহেদী হাসান মিরাজ। দলীয় ১৮ রানের মাথায় ক্লিন বোল্ড হয়ে ফেরেন নিকোলাস পুরান (১৪)। তিন ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় খুলনা টাইটান্স।

১২তম ওভারে রান আউটের ফাঁদে পড়েন শুভাগত হোম (৩)। খুলনার হয়ে বলার মতো রান করতে পারেনি কেউই। কিন্তু দুর্দান্ত বোলিংয়ে ঠিকই ম্যাচ বের করে আনলেন।
৯ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে