বুধবার, ০৯ নভেম্বর, ২০১৬, ১০:৩৯:০৩

প্রথম ম্যাচেই বিশাল জয় পেয়েছে রংপুর রাইডার্স

প্রথম ম্যাচেই বিশাল জয় পেয়েছে রংপুর রাইডার্স

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের চতুর্থ আসরের নিজেদের প্রথম ম্যাচেই চিটাংগা ভাইসকিংসকে হারিয়ে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে রংপুর রাইডার্স।

বুধবার মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে তামিম ইকবালের দল চিটাংগা ১২৫ রানের টার্গেট দেয় রংপুরকে। জবাবে ব্যাট করতে নেমে ১৫ ওভার শেষ করে ৯ উইকেট হাতে রেখেই ১২৫ করে জয় তুলে নেন রংপুর রাইডার্স।

রংপুরের পক্ষে ওপেনিং ব্যাট করতে নেমে ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন আফগান ক্রিকেটার মোহাম্মদ শেহজাদ। আরেক ওপেনার সৌম্য সরকার তাঁকে ভালো সঙ্গ দিলেও দলীয় ৭৭ রানের মাথায় ব্যক্তিগত ২৩ রান করে সাজঘরে ফিরে যান।

এরপর মোহাম্মদ মিঠুন ক্রিজে আছেন। মিঠুনকে সঙ্গী হিসেবে পেয়ে মোহাম্মদ শেহজাদ দেখেশুনে ব্যাট চালিয়ে রংপুরকে জয়ের বন্দরে নিয়ে যান তিনি। রংপুর দলের পক্ষে সর্বোচ্চ বড় ইনিংসটি খেলেন শেহজাদ। তিনি ৫২ বলে ৮০ রান করেছেন। এ ছাড়াও ১২ রান করেন মোহাম্মদ মিঠুন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে রংপুরের নিয়ন্ত্রিত বোলিং ও অসাধারণ ফিল্ডিংয়ে দুই বল বাকি রেখেই ১২৪ রানে অল আউট হয় চিটাগং ভাইকিংস। গত ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান তামিম ইকবাল আজকের ম্যাচেও ঝড়ো ইনিংস খেলার ইঙ্গিত দিলেও ১০ রানের বেশি তাকে করতে দেননি সোহাগ গাজী।

মূলত তৃতীয় ওভারে বোলিংয়ে এসে সোহাগ গাজী এক বলের ব্যবধানে সাজঘরে পাঠান ভাইকিংসের দুই ওপেনার ডুয়াইন স্মিথ ও তামিম ইকবালকে। এরপরে আনামুল বিজয় (২৫) আর শোয়েব মালিক(৩০) কিছুটা রানের চাকা সচল রাখে। তবে দুজনকেই রান আউটের ফাঁদে ফেলে রংপুরের ফিল্ডাররা।

রংপুরের স্পিনারদের পড়তে পারেনি ভাইকিংসের ব্যাটসম্যানরা। তাদের ১১ ওভারে ৪৯ রান সংগ্রহ করে তারা, যা কিনা টি-২০ সুলভ ব্যাটিং নয়। শেষদিকে পকিস্তানী অলরাউন্ডার শহীদ আফিদ্রী ঘূর্ণি যেন পড়তেই পারল না ভাইকিংসের ব্যাটসম্যানরা। ৪ ওভার শেষে আফিদ্রীর বোলিং ফিগার ১২ রানে এক উইকেট।

চিটাগংয়ের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৩০ রান করেন শোয়েব মালিক। রংপুরের বোলারদের মধ্যে সোহাগ গাজী ও  ইংলিশ কাউন্টি খেলা পেসার রিচার্ড গ্লেসন দুটি উইকেট নেন। এছাড়াও আরাফাত সানি, শহীদ আফিদ্রী ও রুবেল হোসেন একটি করে উইকেট নেন।
৯ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে