বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬, ১২:০০:২৫

অবসর নিয়ে যা বললেন মাশরাফি

অবসর নিয়ে যা বললেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ১৫ বছর পূর্ণ করলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ২০০১ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দিয়ে শুরু করেন আন্তর্জাতিক ক্যারিয়ার।

সেই বছরেই ওয়ানডে অভিষেক ঘটে তার। তবে ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই অভিষেক হয় টি-২০ ক্রিকেটে। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সময় ধরে খেলা টাইগার দলের বর্তমান এই অধিনায়ক বলেছেন, অবসর নিয়ে ভাবতে চান না তিনি। অদম্য, অজেয়, দুরন্ত লাল-সবুজের জার্সি গায়ে আরো খেলতে চান।

অদম্য, অজেয়, দুরন্ত। সবই যেনো মানিয়ে যায় বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে ও টি-২০ ফরম্যাটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে। নানা চড়াই-উতরাই আর প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে যাবার বড় উদাহরণ তিনি।

ক্যারিয়ারের সবচেয়ে প্রতিবন্ধকতা ইনজুরি নামে শত্রুকে বারবার পরাজিত করে এগিয়ে চলেছেন আপন গতিতে, আপন নিশানায়। সবচেয়ে বেশি সময় ধরে দেশের ক্রিকেটকে সার্ভিস দিয়ে যাওয়া ম্যাশ থামবেন কোথায়?

লাল-সবুজ জার্সিতে মাশরাফি খেলবেন আরো অনেক দিন। তার হাত ধরেই আরো বহুদূর এগিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট-এমনই প্রত্যাশা ভক্তদের।
৯ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে