বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬, ০৮:৫৭:৫০

ভারতীয় বোলারদের ইচ্ছামত শাসন করে ৯৯ রানে অপরাজিত মঈণ আলী

ভারতীয় বোলারদের ইচ্ছামত শাসন করে ৯৯ রানে অপরাজিত মঈণ আলী

স্পোর্টস ডেস্ক : প্রথম দিনে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের দাপট। যে ইংল্যান্ড বাংলাদেশের বিপক্ষে তৃপ্তির সাথে মোটেই ব্যাটিং করতে পারেনি। টেস্ট হোক আর ওয়ানডে হোক কোনো ফরমেটেই তারা ৩০০ রানের গন্ডি পাড় হতে পারেনি সেখানে ভারতে গিয়েই জ্বলে ওঠে তারা।

রুট পেয়েছেন শতরান। এখন শতরানের অপেক্ষায় মঈণ আলী। প্রথম দিনে ভারতীয় বোলারদের ইচ্ছামত শাসন করে ৯৯ রানে অপরাজিত মঈণ আলী। দ্বিতীয় দিনে মাঠে নেমে সেঞ্চুরির অপেক্ষায় তিনি।

এই টেস্টে ইংল্যান্ডের ১৪তম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার গৌরব অর্জন করলেন তিনি। ভারতের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের প্রথমটিতে গতকাল মাঠে নেমেছে ইংল্যান্ড। রাজকোটের মাঠে নিজের শততম টেস্ট খেলতে নেমেছেন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড। তার মাইলফলকের দিনে বাংলাদেশে সেভাবে নিজেকে মেলে ধরতে না পারা জো রুট করেছেন দারুণ এক সেঞ্চুরি।

অপেক্ষায় আছেন মঈন আলি। দুজনের দৃঢ়তায় রাজকোট টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে অতিথিরা। প্রথম দিনের খেলা শেষে ইংল্যান্ডে স্কোর ৪ উইকেটে ৩১১ রান। মঈন ৯৯ ও বেন স্টোকস ১৯ রানে ব্যাট করছেন। চতুর্থ শতকের অপেক্ষায় থাকা মঈনের ১৯২ বলের ইনিংসটি গড়া ৯টি চারে।

গতকাল ভারতের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন অ্যালেস্টার কুক ও হাসিব হামিদ। এতে অবশ্য ভারতের ফিল্ডারদেরও যথেষ্ট দায় রয়েছে। আজিঙ্কা রাহানে ও বিরাট কোহলির হাতে একবার করে জীবন পান ইংলিশ অধিনায়ক। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে কম বয়সে টেস্টে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে অভিষেক হওয়া হামিদ জীবন পান মুরালি বিজয়ের হাতে।

তবে জীবন পেয়েও কাজে লাগাতে পারেননি কুক ও হামিদ। পানি বিরতির পর প্রথম ওভারে রবিন্দ্র জাদেজার বলে এলবির হন বাঁহাতি কুক। খানিক পরে রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লিউ হন হামিদ। চার নম্বরে নেমে বেন ডাকেটে আক্রামণাত্মক শুরু করে ফিরেন দ্রুত। অশ্বিনের বলে রাহানেকে ক্যাচ দিয়ে তিনি ফেরার সময় ইংল্যান্ডের স্কোর ১০২/৩। দ্বিতীয় সেশনে কোনো উইকেট না হারিয়ে ১০৭ রান যোগ করেন রুট-মঈন। ভারতের মাটিতে সবচেয়ে ভয়ঙ্কর স্পিনার অশ্বিনকেও খুব সাবলীলভাবে সামলান রুট।

দ্বিতীয় ক্রিকেটার হিসেবে চলতি বছরে টেস্টে হাজার রান করা এই ডানহাতি ব্যাটসম্যান উপহার দেন দারুণ কিছু শট। ১৫৪ বলে শতকে পৌঁছানোর রুটকে বিদায় করে ১৭৯ রানের জুটি ভাঙেন উমেশ যাদব। উমেশ ফিরতি ক্যাচ ঠিকঠাক তালুবন্দি করেছিলেন কি না তা নিয়ে সংশয় রয়েছে। একাদশতম সেঞ্চুরি পাওয়া রুটের ১৮০ বলে খেলা ১২৪ রানের ইনিংসটি ১১টি চার ও একটি ছক্কায় গড়া। বাকি সময়টুকু বেন স্টোকসকে নিয়ে নিরাপদেই কাটিয়ে দেন মঈন।

এর আগে বিরল মাইলফলক স্পর্শ করলের স্টুয়ার্ট ব্রড। ইংল্যান্ডের ১৪তম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার গৌরব অর্জন করলেন তিনি। ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ১৩৬ টেস্ট খেলেছেন অ্যালিস্টার কুক। টেস্ট দলের অধিনায়ক এখনও খেলে চলেছেন। বর্তমানে ইংল্যান্ডের হয়ে খেলে যাওয়া খেলোয়াড়দের মধ্যে ব্রড ছাড়া মাত্র দুজন শত টেস্ট খেলেছেন।

তারা হলেন অ্যালিস্টার কুক ও জেমস অ্যান্ডারসন। ১১৯ টেস্ট খেলে তালিকায় তৃতীয় স্থানে আছেন অ্যান্ডারসন। যিনি ইনজুরি থেকে ফিরে সামনের টেস্টে খেলার অপেক্ষায়। ব্রডের টেস্ট অভিষেক হয় ২০০৭ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে কলোম্বতে। এ পর্যন্ত ৯৯ টেস্টে ২৮.৪৮ গড় ও ৩.০০ ইকোনোমি রেটে ৩৬০ উইকেট নিয়েছেন তিনি। ১৫ রানে ৮ উইকেট তার সেরা বোলিং ফিগার।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৯৩ ওভারে ৩১১/৪ (কুক ২১, হামিদ ৩১, রুট ১২৪, ডাকেট ১৩, মইন ৯৯*, স্টোকস ১৯*; শামি ০/৩১, উমেশ ১/৬৮, অশ্বিন ২/১০৮, জাদেজা ১/৫৯, মিশ্র ০/৪২)
১০ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে