বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬, ১০:১৩:১৯

শুরু হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল যুদ্ধ, যে চ্যানেলে দেখা যাবে

শুরু হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল যুদ্ধ, যে চ্যানেলে দেখা যাবে

স্পোর্টস ডেস্ক: ক্রীড়াপ্রেমিকদের জন্য একটি হাইভোল্টেজ ম্যাচ এটি। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনার ভক্তদের অন্যরকম একটি লড়াইয়ের একটি ম্যাচ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচ বলেই ফুটবল বিশ্বে আগ্রহের বারুদ তুঙ্গে।

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনা খেলবে ব্রাজিলের মাঠে। বেলো হরিজন্তের মিনেইরাও স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার ভোর পৌনে ৬টায়।

ম্যাচটি সরাসরি দেখাবে সনি সিক্স ও সনি সিক্স এইচডি চ্যানেল। অনলাইনে লাইভ স্ট্রিমিং করেও দেখা যাবে ম্যাচটি। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকায় ভালো অবস্থানে নেই আর্জেন্টিনা।

চোটের কারণে দলের শেষ তিন ম্যাচে খেলতে পারেনি অধিনায়ক লিওনেল মেসি। এদগার্দো বাউজার দল ওই তিন ম্যাচের একটিতেও জয় পায়নি, একটি হার, দুটি ড্র। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে এই অঞ্চলের পয়েন্ট তালিকার ছয়ে আছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

অন্যদিকে ব্রাজিল দারুণ খেলছে। সেলেসাওরা বাছাইপর্বে নিজেদের শেষ চার ম্যাচের সবগুলোতেই জিতেছে। ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়নরা। এই অঞ্চল থেকে পয়েন্ট তালিকার সেরা চার দল সরাসরি ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ লাভ করবে।
১০ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে