বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬, ১১:১৬:৫৫

টেস্ট ক্রিকেটের ১৬ বছর পূর্তি: খুশি নন প্রথম অধিনায়ক দুর্জয়

টেস্ট ক্রিকেটের ১৬ বছর পূর্তি: খুশি নন প্রথম অধিনায়ক দুর্জয়

স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেটের ১৬ বছর পূর্তি। বাংলাদেশ ষোলো বছরে টেস্ট ক্রিকেটে কতোটা উন্নতি করলো। গত বছর কয়েকের পারফরম্যান্সের দিকে দেখিয়ে প্রথম টেস্ট অধিনায়ক, সাংসদ ও বোর্ড পরিচালক নাঈমুর রহমান দূর্জয় বলছেন, অবশ্যই উন্নতি হয়েছে। তবে উন্নতিটা হচ্ছে মূলত ব্যক্তিগত নৈপূন্যে। দলীয় উন্নতিতে খুশি নন তিনি।

এই সময়ে যেসব প্রতিভাধর খেলোয়াড় এসেছেন, তাদের কথা বলছিলেন দূর্জয়, ‘প্রথমেই স্বীকার করতে হবে, বাংলাদেশ গত কয়েক বছরে যে কোনো সময়ের চেয়ে ইনডিভিজুয়াল ব্রিলিয়ান্স অনেক বেশী পাচ্ছে। এ অর্থে তো এটা বড় একটা উন্নতি।’

এই ব্যক্তিগতভাবে প্রতিভাধর খেলোয়াড়দের হাত ধরে বাংলাদেশ কিছু ফলাফল পেলেও সেটা একটা টেকসই কাঠামোর জন্য যথেষ্ট নয় বলে মনে করছেন তিনি, ‘ব্যক্তিগত নৈপুন্য কিছু জয় বা ইতিবাচক লড়াইয়ের মতো ফলাফলও এনে দিচ্ছে। কিন্তু টেস্ট খেলুড়ে দেশ বলতে যা বোঝায়, আমি এখনও সেটা দেখতে পাই না।’

দূর্জয় মনে করেন, আসল সমস্যা হলো, বাংলাদেশ একটা টেস্ট সংষ্কৃতিই গড়ে তুলতে পারেনি এই ষোলো বছরে, ‘১৬ বছর পরও আমরা ঠিক একটা টেস্ট খেলুড়ে দেশের মতো প্রথম শ্রেনীর ক্রিকেট কাঠামো গড়ে তুলতে পারিনি।

আমি যেটাকে বলি, ক্রিকেট সংষ্কৃতি। একটা দেশ জুড়ে ছড়ানো ক্রিকেট থাকবে। প্রথম শ্রেনীর ক্রিকেটের আচরণ, ভিন্ন ভিন্ন ধরণের উইকেট, প্রতিদ্বন্ধীতা; এসব একটা আলাদা সংষ্কৃতি তৈরী করার কথা। সেটা এখনও করে উঠতে পারিনি আমরা।’-খেলাধুলা
১০ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে