বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬, ০১:৫৩:২৬

ক্রিকেটার হাফিজের পরীক্ষা সামনে, সবাই দোয়া করবেন

ক্রিকেটার হাফিজের পরীক্ষা সামনে, সবাই দোয়া করবেন

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজের সামনে পরীক্ষা। ব্যাট করতে পারলেও বল করতে পারেন না তিনি। কারণ হয়তো সবারই জানা।  চলতি মাসের শেষে বোলিং এ্যাকশন বৈধ অনুমোদন প্রাপ্তির পরীক্ষা দিতে অস্ট্রেলিয়া যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ মোহাম্মদ হাফিজ।

আগামী ১৭ নভেম্বর ব্রিসবেনে এই পরীক্ষা পরিচালিত হবে বলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এক মুখপাত্র নিশ্চিত করেছেন। আসন্ন অস্ট্রেলিয়া সফরে হাফিজকে দলে নিতে ইচ্ছুক পাকিস্তানী নির্বাচকরা, এমন ইঙ্গিত পাওয়া গেছে। সে কারনেই ব্রিসবেনে অবস্থিত আইসিসি অনুমোদিত বায়ো-মেকানিক্যাল পরীক্ষাগারে হাফিজের পরীক্ষা করাতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আগামী ১৫ ডিসেম্বর থেকে ব্রিসবেনে শুরু হওয়া পূর্ণাঙ্গ সিরিজে পাকিস্তান স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে।

এক বছরের মধ্যে দু’বার অবৈধ বোলিং এ্যাকশনের ফাঁদে পড়ে হাফিজকে গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ করা হয়। ২০১৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে আবু ধাবীতে সর্বপ্রথম হাফিজের বোলিং এ্যাকশনকে অবৈধ ঘোষণা করা হয়। পুনরায় পরীক্ষার পরে সবুজ সঙ্কেত পেলেও আবারো গলে শ্রীলংকার বিপক্ষে টেস্ট ম্যাচে তার বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করলে আইসিসি তাকে নিষিদ্ধ করে।

আইসিসির নিয়মানুযায়ী দুই বছরের মধ্যে কোন বোলারকে যদি দু’বার অবৈধ বোলিংয়ের কারনে অভিযুক্ত করা হয় তবে তাকে অন্তত এক বছরের জন্য বোলিং থেকে নিষিদ্ধ করার এখতিয়ার আইসিসির রয়েছে।

আগামী ১৪ নভেম্বর হাফিজের ব্রিসবেনের উদ্দেশে পাকিস্তান ত্যাগের কথা রয়েছে। পরীক্ষার ফলাফল জানতে অন্তত দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে।
১০ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে