বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬, ০৬:৩৩:০৩

ইংল্যান্ডের বিপক্ষে ২৩ ওভারে ৬৩ রান করলো ভারত

ইংল্যান্ডের বিপক্ষে ২৩ ওভারে ৬৩ রান করলো ভারত

স্পোর্টস ডেস্ক: কোহালিদের সামনে ফলো-অন বাঁচানোর লড়াই। ইংল্যান্ডের ৫৩৭ রান তাড়া করতে নেমে বৃহস্পতিবার দ্বিতীয় দিন শেষে কোন উইকেট না হারিয়ে ২৩ ওভারে ৬৩ রান করছে ভারত।

এদিন দুই ওপেনার গৌতম গম্ভীর ২৮ ও মরলী বিজয় ২৫ রানে ক্রিজে রয়েছেন। ফলো-অন বাঁচাতে ভারতের দরকার ৩৩৮ রান।

রাজকোটের ব্যাটিং সহায়ক পিচে ভারতীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করেন ইংরেজ ব্যাটসম্যানরা। পাঁচ বোলার নিয়েও সুবিধা করতে পারল না বিরাট বাহিনী। চূড়ান্ত ব্যর্থ ভারতীয় স্পিনাররা।

এর আগে বুধবার ম্যাচের শুরুতে দুই উইকেট তুলে নেওয়া দলের এক নম্বর স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আর কোনও উইকেট পাননি। ৪৬ ওভার হার ঘুরিয়ে ১৬৭ রান দিয়ে মাত্র দু’টি উইকেট নেন অশ্বিন।

কিছুটা হলেও সফল রবীন্দ্র জাদেজা। ৮৬ রানে ৩টি উইকেট তুলে নেন সৌরাষ্ট্রের বাঁ-বাতি স্পিনার। ১টি উইকেট নেন লেগ-স্পিনার অমিত মিশ্র। মোহাম্মদ শামি ও উমেশ যাদব দু’টি করে উইকেট নেন।

সদ্য বাংলাদেশের বিরুদ্ধে শেষ টেস্ট হেরে আসা কুকবাহিনী ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টেই রান পাহাড় গড়লেন। রুটের ১২৪ ও আলির ১১৭ রানের পাশে উজ্বল স্টোকসের ১২৮ রানের ম্যারাথন ইনিংস। শেষ পর্যন্ত যাদবের বলে ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ দিয়ে আউট হন স্টোকস।

বুধবার ম্যাচের প্রথম দিনই সেঞ্চুরি করেছিলেন রুট। আর এদিন সেঞ্চুরি করেন আলি ও স্টোকস। ৯৯ রানে অপরাজিত থাকা আলি এদিন তাঁর চতুর্থ টেস্ট সেঞ্চুরিটি করেন। অল-রাউন্ডার স্টোকসও এদিন টেস্টে তাঁর চতুর্থ সেঞ্চুরিটি করেন।
১০ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে