শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬, ১১:১১:১৮

গুরুতর অভিযোগে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট থেকে নিষিদ্ধ ভারতীয় বংশোদ্ভুত

গুরুতর অভিযোগে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট থেকে নিষিদ্ধ ভারতীয় বংশোদ্ভুত

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের মূল দলে কয়েকজন ভারতীয় বংশোদ্ভুত খেলে আসছেন। কিন্তু খবর আসছে, বারবার কোড অব কন্ডাক্ট ভেঙে বরখাস্ত হয়েছেন ভারতীয় বংশোদ্ভুত দুই ক্রিকেটার। তারা দুজনই নারী জাতীয় দলের। তাদের নিষিদ্ধ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

ক্রিকেটার দুজন হলেন তৃশা শেঠি ও শবনিম ইসমাইল। শবনিম ডান হাতি ফাস্ট বোলার। তৃশা উইকেটকিপার-ব্যাটসম্যান। ২০১৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে তাদের। খেলাকে কলুষিত করার অভিযোগ প্রমাণিত তাদের বিরুদ্ধে।

দুই ক্রিকেটারই তাদের অপরাধ স্বীকার করেছেন। জাতীয় দলে তাদের এখন আর দেখা যাবে না। তবে রাজ্য দলে নিষেধাজ্ঞার সময়ে খেলতে পারবেন তারা। কিন্তু কি জাতীয় অপরাধে তাদের বরখাস্ত করা হলো তা জানায়নি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

এই দুই ক্রিকেটার ভালো পারফর্মার। শবনিম সীমিত ওভারে দুর্দান্ত। ৫৯ ওয়ানডেতে তার শিকার ৮৮ উইকেট। ৫৮ টি-টোয়েন্টিতে ৫৮ উইকেট তার। অন্যদিকে ওয়ানডেতে তৃশার গড় ৩২.৭২। টি-টোয়েন্টিতে ৩১.০০।
১১ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে