শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬, ১২:৪৩:৪৫

মাত্র ৭ বছর বয়সে শচীনকে দেখেই ক্রিকেটার হওয়ার সিদ্ধান্ত নেন হামিদ

মাত্র ৭ বছর বয়সে শচীনকে দেখেই ক্রিকেটার হওয়ার সিদ্ধান্ত নেন হামিদ

স্পোর্টস ডেস্ক: কয়েকদিন আগে ঢাকার মাঠেও খেলেছেন হাসিব হামিদ। কিন্তু জাতীয় দলে অভিষেকটা তার হয়েছে ভারতে গিয়েই। বাংলাদেশেই তার অভিষেক হয়ে যেতে পারতো। কিন্তু বেন ডাকেটের দুর্দান্ত পারফরম্যান্সে একটি বিলম্ব হয় তার।

অভিষেকের আগে রীতিমত রানবন্যা বইয়ে দিয়েছেন কাউন্টিতে। প্রথম টিনএজার হিসেবে ঘরোয়া ক্রিকেটে এক মৌসুমে হাঁকিয়েছেন পাঁচটা সেঞ্চুরী, এমন পারফর্ম করেই নির্বাচকদের বাধ্য করেছেন দলে ডাকার জন্য। একটু তাড়াহুড়াই করা হয়ে গেলো কিনা,সে প্রসঙ্গে ট্রেভর বেলিস তো বলেই দিয়েছিলেন, ‘ও যদি যথেষ্ট ভালো হয়ে থাকে, তাহলে সে এখনই মাঠে নামতে পারবে।’

তবে তিনিই ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ খেলোয়াড় নন, তাঁর চেয়ে কম বয়সে অভিষিক্ত হয়েছেন আরো চারজন ব্রিটিশ খেলোয়াড়। হামিদের শিকড়টা অবশ্য ঠিক ইংল্যান্ডে নয়, ভারতের মুম্বাইতে। আর তাই মুম্বাইয়ের ঘরের ছেলে শচীন যে তাঁর সবচেয়ে বড় প্রেরণা হবেন, তাতে আশ্চর্য হওয়ার মত তেমন কিছু নেই। ভারতের শীর্ষস্থানীয় পত্রিকা ‘হিন্দুস্তান টাইমস’ জানায়, হাসিব হামিদের ক্রিকেটপ্রেমের সূচনা হয় সাত বছর বয়সে শচীন টেন্ডুলকারের সাথে দেখা হওয়ার পর থেকেই।

হিন্দুস্তান টাইমস লিখেছে, ‘২০০৪ সালে শচীনকে দেখার জন্য সুবিশাল জনসমুদ্র প্রথমবারের মত ক্রিকেট নিয়ে ভারতের মাতামাতি এবং উৎসবমুখরতার সাথে হাসিবকে পরিচয় করিয়ে দেয়। সেখানেই তিনি সিদ্ধান্ত নিয়ে নেন, ক্রিকেটেই গড়বেন নিজের ভবিষ্যৎ।’

ভারতীয় বংশোদ্ভূত হাসিবেই আপাতত ওপেনিং সমস্যার সমাধান খুঁজতে চাইছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আর তাই বাংলাদেশ সিরিজে ওপেনিং করা বেন ডাকেটকে মিডল অর্ডারে ঠেলে দিয়ে আজ অভিষেক হয়ে গেছে হাসিবের। অভিষেক ইনিংসেই নিজের সম্ভাবনার জানান দিয়েছেন তিনি, করেছেন মূল্যবান ৩১ রান।
১১ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে