শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬, ০১:০০:৩২

ব্রাজিলের কাছে লজ্জাজনক হারের পর আরও বড় লজ্জার সামনে আর্জেন্টিনা

ব্রাজিলের কাছে লজ্জাজনক হারের পর আরও বড় লজ্জার সামনে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: এবার আরও বড় লজ্জার সামনে আর্জেন্টিনা। চিরপ্রতিদন্দ্বী ব্রাজিলের কাছে বড় ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা। বিশ্বের এত বড় দলের এমন করুণ অবস্থা নেমে আসবে তা কেই বা জানতো।   

শুক্রবার সকালে বেলো হরিজন্তের মাটিতে নেইমার, ফিলিপ কোটিনহো আর পলিনহোর গোলে ৩-০ গোলে জিতে গেছে সেলেসাওরা। এই জয়ের ফলে বিশ্বকাপের বাছাইপর্বে ব্রাজিল যথারীতি পয়েন্ট তালিকায় আছে সবার ওপরে। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট পেয়েছে তারা। ব্রাজিলের সাত জয়ের পাঁচটিই এসেছে তিতের অধীনে গত পাঁচ ম্যাচে!

আর আর্জেন্টিনা আছে ছয়-এ। এই অবস্থান থেকে বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাওয়া যে ভিষণ শক্ত সেটা বলাই বাহুল্য। ১১ ম্যাচে মাত্র ৪ জয় আর চার ড্রয়ে আর্জেন্টিনা পেয়েছে ১৬ পয়েন্ট। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে চারটি দল সরাসরি খেলবে বিশ্বকাপ। পঞ্চম দলটিকে প্লে অফ নামের আরেক বাধা পেরিয়েই টিকিট কাটতে হবে।

তিনে থাকা কলম্বিয়ার সঙ্গে আর্জেন্টিনার পয়েন্ট ব্যবধান মাত্র দুই। চার-পাঁচে থাকা ইকুয়েডর-চিলিও বেশি দূরে নেই। মাত্র এক পয়েন্টে এগিয়ে। এটা আর্জেন্টিনার জন্য একটা স্বস্তির ব্যাপার।

চিলি-কলম্বিয়া ম্যাচটিও লিওনেল মেসিদের জন্য স্বস্তিদায়ক ছিল। আর্জেন্টিনা ওপরে থাকা এই দুই দলের ম্যাচটি ড্র হয়েছে। না হলে এই দুই দলের যেকোনো একটি আর্জেন্টিনার সঙ্গে ব্যবধান বাড়িয়ে নিতে পারত।

তবে, অস্বস্তিও আছে। কারণ, সাত আর আটে থাকা প্যারাগুয়ে ও পেরু আর্জেন্টিনার চেয়ে খুব বেশি পিছিয়ে নেই। প্যারাগুয়ের পয়েন্ট ১৫, পেরুর ১৪। ফলে, এদের সবাইকে টপকানোর লড়াইটা বেশ শক্ত। অন্যদিকে, ইকুয়েডরকে ২-১ গোলে হারানো উরুগুয়ে ২৩ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।

দক্ষিণ আমেরিকা অঞ্চলে ১৮টি ম্যাচ হয় বাছাই পর্বে। এখনও সাতটা ম্যাচ হাতে আছে আর্জেন্টিনার। ফলে, এত দ্রুত আর্জেন্টিনা বিশ্বকাপের মূল পর্ব থেকে ছিটকে গেছে ধরে নিয়ে টেলিভিশনের সামনে বসলে ভুল করতে পারেন।

চারটি আসর বাদ দিয়ে সবগুলো বিশ্বকাপেরই মূল পর্বে খেলেছে আর্জেন্টিনা। তিনটি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিল তার। আর ১৯৭০ সালের বিশ্বকাপে বাছাইপর্বের বাঁধা টপকাতে পারেনি তারা।

এবার কি পারবে? এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য সময়ের অপেক্ষা করা ছাড়া কোনো বিকল্প নেই! তবে আরও বড় একটি লজ্জাই হয়তো যোগ হতে যাচ্ছে আর্জেন্টিনার ইতিহাসে।
১১ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে