শনিবার, ১২ নভেম্বর, ২০১৬, ০৯:০৯:০৪

প্রথম ইনিংসেই ৫টি সেঞ্চুরি, কোন পথে ভারত-ইংল্যান্ডের টেস্ট?

প্রথম ইনিংসেই ৫টি সেঞ্চুরি, কোন পথে ভারত-ইংল্যান্ডের টেস্ট?

 স্পোর্টস ডেস্ক : কথায় বলে যেমন কুকুর তেমন মুগুড়। এই মুগুড় এখন ভারতের হাতে। টেস্ট অভিষেকে ড্র-এর সাক্ষি থাকতে চলেছে রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়াম৷ তিন দিনে পাঁচ-পাঁচটি সেঞ্চুরিতে নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট৷ রাজকোটে ইংল্যান্ডের ৫৩৭ রান তাড়া করে শুক্রবার তৃতীয় দিনের শেষে চার উইকেটে ৩১৯ রান তুলেছে ভারত৷

ফলো-অন বাঁচাতে টিম ইন্ডিয়ার দরকার আর মাত্র ১৯ রান৷ ২৬ রানে ক্রিজে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ রাজকোটের ব্যাটিং সহায়ক পিচে তিন দিনেই পাঁচ-পাঁচটি সেঞ্চুরি৷ ইংরেজ ব্যাটসম্যানদের পর রাজকোটের বাইশগজে ‘দাদাগিরি’ দেখান ভারতীয় ব্যাটসম্যানরাও৷

দুরন্ত সেঞ্চুরি চেতেশ্বর পূজারা ও মুরলী বিজয়ের৷ শুক্রবার চা-বিরতির পর দু’জনের শতরানে পৌঁছে যান৷ টেস্ট ক্রিকেটে তাঁর নবম শতরানটি করেন সৌরাষ্ট্রের ডানহাতি৷ এর কিছুক্ষণ পরই টেস্টে তাঁর সপ্তম সেঞ্চুরিপূর্ণ করেন বিজয়৷ তামিলনাড়ুর ওপেনারের থেকে অবশ্য এদিন বেশি আক্রমণাত্মক ইনিংস খেলেন সৌরাষ্ট্রের টপ-অর্ডার ব্যাটসম্যান৷

চা-বিরতির পর দ্বিতীয় নতুন বল নিলেও পূজারা-বিজয়ের সেঞ্চুরি আটকাতে পারেনি ইংল্যান্ড৷ ১৬৯ বলে ১৫টি বাউন্ডারির সাহায্যে সেঞ্চুরিতে পৌঁছে যন পূজারা৷ আর ২৬০ বলে আটটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে সেঞ্চুরিপূর্ণ করেন বিজয়৷ স্টুয়ার্ট ব্রডকে পর পর দু’টি বাউন্ডারি মেরে সেঞ্চুরিতে পৌঁছন তামিলনাড়ু ওপেনার৷

স্টোকসের বলে ব্যক্তিগত ১২৪ রানে প্যাভিলিয়নে ফেরেন পূজারা৷ তখন ভারত মজবুত জায়গায় পৌঁছে গিয়েছে৷ ব্যক্তিগত ১২৬ রানে প্যাভিলিয়নে ফেরেন বিজয়৷ নাইটওয়াচম্যান হিসেবে নেমে শূন্য রানে প্যাভিলিয়নের পথ ধরেন লেগ-স্পিনার অমিত মিশ্র৷
১২ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে