শনিবার, ১২ নভেম্বর, ২০১৬, ১২:৫২:০৩

সদ্যপ্রাক্তন টিম ডিরেক্টরের পরামর্শ: কোহলিকে তৈরি করে দিয়ে যাক ধোনি

সদ্যপ্রাক্তন টিম ডিরেক্টরের পরামর্শ: কোহলিকে তৈরি করে দিয়ে যাক ধোনি

স্পোর্টস ডেস্ক: মহেন্দ্র সিংহ ধোনির তিনি ভক্ত। মনে করেন, ধোনি ভারতীয় ক্রিকেটকে যা সব গৌরব এনে দিয়েছেন, তা সুনীল গাওস্কর, কপিল দেব, সচিন তেন্ডুলকরদের সঙ্গে তুলনীয়। আবার বিরাট কোহলিকে নিয়েও উচ্ছ্বসিত তিনি। তাই ধোনি না কোহলি— যে কোনও একজনকে বাছতে বললে চরম সংকটে পড়ে যান তিনি, মানে রবি শাস্ত্রী।


তবে ভারতীয় দলের সদ্যপ্রাক্তন ডিরেক্টর মনে হচ্ছে, এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে স্পর্শকাতর এবং সর্বাধিক আলোচিত বিষয়টি নিয়ে তাঁর রায়ে পৌঁছে গিয়েছেন। ‘‘আমার মনে হয় বিরাট পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। টেস্টে দারুণ নেতৃত্ব দিচ্ছে। এখনই ওকে সমস্ত ফর্ম্যাটের অধিনায়ক করে দেওয়া উচিত। তবে আমি কিন্তু ধোনিকে একদিনের দলে এখনও রাখব। ও খেলুক না কোহলির নেতৃত্বে!’’

মধু মিশিয়ে লেমন টি’তে চুমুক দিতে দিতে শাস্ত্রী এরপর জানিয়ে দিলেন, ঠিক কখন থেকে কোহলির হাতে নেতৃত্ব দেওয়া উচিত। ‘‘চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে আর তেমন সময় নেই। তাই সামনের বছর ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধোনিই ক্যাপ্টেন থাকুক। তারপর কোহলিকে অধিনায়ক করে দেওয়া হোক সমস্ত ধরনের ফর্ম্যাটেই।’’

ধোনিকে কি চ্যাম্পিয়ন্স ট্রফির পরেও একদিনের দলে রাখা যাবে? প্রশ্ন শুনে শাস্ত্রী স্বভাবসিদ্ধ আগ্রাসী ভঙ্গিতে বলে উঠলেন, ‘‘পাগল হলে বসিয়ে দিতে পারেন। এখনও অনেক কিছু দেওয়ার আছে এম এসের। কীরকম ফিট দেখেছেন? উইকেটের মাঝে দৌড়টা দেখছেন না?’’ তাহলে এতদিনের অধিনায়ক এমএসডি কি কোহলির নেতৃত্বে খেলবেন? শাস্ত্রী বললেন, ‘‘অফকোর্স। কেন নয়? ধোনি নেক্সট ওয়ার্ল্ড কাপ পর্যন্ত খেলতে পারে। পরের বিশ্বকাপ ২০১৯। হ্যাঁ, হ্যাঁ, ইজি, ইজি। মাঝের এই সময়টায় বিরাটকে তৈরি করে দিয়ে যাক ধোনি। ওর চেয়ে বড় মেন্টর আর কে হবে?’’

সম্প্রতি ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে শাস্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল ধোনি-কোহলির সম্পর্ক নিয়ে। শাস্ত্রী সেখানে বলেন, ‘‘দু’জনেই দু’জনকে খুবই সম্মান করে। আঠেরো মাস ভারতীয় দলের সঙ্গে থাকার সময় ওদের মধ্যে কোনও সমস্যা তো দেখিইনি, শুধু পারস্পরিক শ্রদ্ধাই দেখেছি।’’ ওয়ান ডে এবং টেস্ট অধিনায়কের উচ্ছ্বসিত প্রশংসা করে এমনও বলেন সেখানে যে, ধোনি এবং কোহলিকে দেখে গোটা দলের মধ্যে শৃঙ্খলা, অনুশাসন এবং দায়বদ্ধতা গড়ে উঠেছে। ‘‘এত ডিসিপ্লিন্‌ড ভারতীয় দল আমি কখনও দেখিনি,’’ বলেছেন তিনি।

শুক্রবার রাজকোটে দাঁড়িয়ে এর সঙ্গে যোগ করলেন, ‘‘এম এস যদি বিরাটকে গড়ে দিয়ে যেতে পারে ২০১৯ পর্যন্ত সিনিয়র ক্রিকেটার হিসাবে দলে থেকে বিরাটকে গড়ে দিয়ে যেতে পারে, দারুণ হবে।’’ দ্রুত যোগ করলেন, ‘‘আমার মনে হয়, এম এস যদি বুঝে যায় ক্যাপ্টেন্সি আর উপভোগ করছে না, ও নিজেই ছেড়ে দেবে। কারও সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবে না।’’ অস্ট্রেলিয়ায় টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত যেরকম আচমকাই নিয়েছিলেন ধোনি। প্রেস কনফারেন্সে যাওয়ার আগে ড্রেসিংরুমে সতীর্থদের বলেন, ‘‘বন্ধুরা, আমাকে দশ মিনিট দিতে হবে। আমি কিছু বলতে চাই তোমাদের।’’ তাঁর ঘোষণা শুনে স্তম্ভিত হয়ে যায় ড্রেসিংরুম। কারও কাছে আগাম কোনও ধারণাই ছিল না যে, অধিনায়ক অবসর ঘোষণা করতে পারেন।

শাস্ত্রী টিভি প্রোগ্রামটিতে ধোনিকে তুলনা করেছেন সুনীল গাওস্কর, কপিল দেব, সচিন তেন্ডুলকরের সঙ্গে। ‘‘কত কিছু দিয়েছে ভারতীয় ক্রিকেটকে এম এস! টি-টোয়েন্টি বিশ্বকাপ, পঞ্চাশ ওভারের বিশ্বকাপ, টেস্টের এক নম্বর সমস্ত কিছু। ভারতীয় ক্রিকেটের সর্বসেরাদের পাশেই থাকবে ধোনি,’’ বলেছেন শাস্ত্রী।

অধিনায়তকত্ব বিরাটের হাতে ছেড়ে শুধু উইকেটকিপার-ব্যাটসম্যান হিসাবে ধোনিকে খেলানোর স্বপক্ষে আরও যুক্তি আছে শাস্ত্রীর। যেমন বললেন, ‘‘অধিনায়কত্ব ছেড়ে দিলে চাপটা অনেক কমে যাবে। আমার মনে হয়, ধোনিকে এখন ক্রিকেট উপভোগ করতে দেওয়া উচিত। তাহলে ও দলের জন্য অবদানও রাখতে পারবে।’’
 
কিন্তু নিউজিল্যান্ড সিরিজের মধ্যে ধোনি যে নিজেই স্বীকার করেছেন, তাঁর খুচরো রান নেওয়ার দক্ষতা কমে গিয়েছে। যে কারণে সীমিত ওভারের ক্রিকেটে স্ট্রাইক রেট ঠিক রাখতে সমস্যায় পড়ছেন তিনি? শাস্ত্রীর জবাব, ‘‘ব্যাপারটা হচ্ছে, ধোনির এখন বেশি সময় লাগছে ক্রিজে থিতু হতে। আগের মতো দুরন্ত গতিতে ইনিংসটাকে এগোতে পারছে না। এই সমস্যাটা হবেই। কিন্তু সেটাকে কাউন্টার অ্যাটাক করার জন্য বিগ হিট এখনও করতে পারে এম এস। সেটাই ওর করা উচিত।’’

একইসঙ্গে প্রাক্তন ডিরেক্টর মনে করছেন, ধোনির উচিত ঘরোয়া ক্রিকেট খেলা। ‘‘ম্যাচের মধ্যে থাকতে হবে ওকে। কারণ, টেস্ট ক্রিকেট খেলছে না। ওয়ান ডে অনেক পরে-পরে হচ্ছে এখন। আমার যেমন মনে হয়, রঞ্জি ট্রফিতে খেলা উচিত ছিল ওর।’’ তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে ধোনি ভাল খেলে দিতে পারেন, সে ব্যাপারে আশাবাদী শাস্ত্রী। ‘‘সামনের বছর চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে আগেই আইপিএল হবে। অনেকগুলো ম্যাচ খেলে ধোনি অনেক তৈরি হয়ে ইংল্যান্ড যেতে পারবে,’’ বলছেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা মস্তিষ্ক এবং একসময়কার গ্ল্যামার-বয়!-এবেলা
১২ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে