শনিবার, ১২ নভেম্বর, ২০১৬, ০২:১২:১৮

মিরাজের ব্যাটিং নিয়ে চিন্তিত নন কোচরা

মিরাজের ব্যাটিং নিয়ে চিন্তিত নন কোচরা

এক্সক্লুসিভ ডেস্ক: বল হাতে দারুণ কিছু দেখাতে পারলেও ব্যাটিংয়ে বরাবরই ব্যর্থ টাইগার দলের নতুন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অভিষিক্ত হওয়ার পর থেকেই টিম কম্বিনেশনের কারণে তাকে ব্যাট করতে হচ্ছে শেষের দিকে।

এ নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের ব্যাটিং নিয়ে মিরাজ বলেন, ‘আমার হাতে অনেক সময় আছে। আমার সঙ্গে জাতীয় দলে কোচ, রাজশাহীর কোচ কথা বলেছে। সবাই একটা কথা বলেছেন আমার সামনে অনেক সময় আছে। এখন যেন ব্যাটিং নিয়ে বেশি চিন্তা না করি।`

মিরাজ আরো বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট অনেক কঠিন। নিজেকে আরও তৈরি করতে হবে। দুটো নিয়ে ভাবলে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তখন হয়তো বোলিংটা ভালো করতে পারবো না।`  
 
উল্লেখ্য, জাতীয় দলের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট সিরিজে ১৯ উইকেট নেয়া মিরাজ বিপিএলেও বোলিং নৈপুন্য দেখিয়ে যাচ্ছেন। শুক্রবার (১১ নভেম্বর) মিরপুরে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে নিয়েছেন ‍দুটি উইকেট। সাজঘরে পাঠান কুমার সাঙ্গাকারা ও সাকিব আল হাসানকে।
১২ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে