স্পোর্টস ডেস্ক: মুশফিকুর রহিমকে রাগিয়ে দেওয়ার মতো কিছু একটা বলেছিলেন কেসরিক উইলিয়ামস। রাজশাহী কিংসের পেসার পরে হয়তো বুঝতে পারলেন বরিশাল অধিনায়ককে তাতিয়ে দিয়ে ভুলই করেছেন। মুশফিক জবাব দিলেন আগুনে ব্যাটিংয়ে।
প্রায় ৯০ ডিগ্রি ঘুরে শর্ট ফাইন লেগ দিয়ে প্রথমে বাউন্ডারি এরপর প্রিয় স্লগ সুইপে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে উড়িয়ে মেরে উইলিয়ামসকে আঙুল দিয়ে কিছু একটা বললেন বরিশাল অধিনায়ক। যার অর্থ হতে পারে, ‘বল কোথায় উড়ে গেল সেটা দেখ’!
রাজশাহীর বিপক্ষে আজ মুশফিক এমনই দুর্বিনীত, এমনই আগ্রাসী। তাঁর পুল, কাট, স্লগ সুইপের পরতে পরতে থাকল উপভোগ্য আক্রমণাত্মক ব্যাটিংয়ের প্রদর্শনী। ৫২ বলে ৮১ রান করে অপরাজিত থেকেছেন। ইনিংস সাজিয়েছেন চার ছক্কা আর পাঁচ চারে।
অবশ্য এবার বিপিএলে শুরু থেকেই আলো ছড়াচ্ছেন মুশফিক। প্রথম ম্যাচে অপরাজিত ৫০, পরের ম্যাচে ৩৩। এখনো পর্যন্ত তিন ম্যাচে দুই হাফ সেঞ্চুরিতে ১৬৪ রান করে আছেন সবার ওপরে। গত বিপিএলে ১০ ম্যাচে করেছিলেন ১৫৭ রান।
মুশফিকের আরও একটি স্বস্তি, বছরের শুরুতে টি-টোয়েন্টিতে ব্যর্থতার চক্র থেকে বেরিয়ে এসেছেন। আত্মবিশ্বাস যে তুঙ্গে, তা তাঁর ব্যাটিংয়েই বোঝা যাচ্ছে। তিন ম্যাচের দুটিতেই তাঁর উইকেটটি নিতে পারেননি প্রতিপক্ষের বোলাররা।
১৩ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস