রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬, ০৬:৫২:৩৪

কোন 'অভিমানে' কুমিল্লা ছেড়ে বরিশালে আসিফ আকবর ?

কোন 'অভিমানে' কুমিল্লা ছেড়ে বরিশালে আসিফ আকবর ?

স্পোর্টস ডেস্ক : নিজের শহর রেখে কেন আরেকটি দলের হয়ে গ্যালারি মাতাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবর? এর পেছনে কী এমন অভিমান? যার কারণে তার প্রাণের শহর কুমিল্লা ছেড়ে বরিশালে।

রোববার রাজশাহী কিংসের বিপক্ষে তার দলের ব্যাটিং মিরপুরের ভিআইপি গ্যালারিতে বসে প্রাণভরে উপভোগ করলেন এই গায়ক।

অসিফ বললেন, 'আসলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএলে নাম লেখানোর আগেই আমি বরিশালের সমর্থক। ওরা আমাকে সম্মান দেয়। বিশেষ করে দলটির অন্যতম ফ্র্যাঞ্চাইজি ভুলু ভাইয়ের (আবদুল আউয়াল চৌধুরী) অনুরোধেই জড়িয়ে আছি দলটির সঙ্গে।

তিনি আরো বলেন, আমি এখন বুলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাছাড়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কেউ আমার সঙ্গে যোগাযোগও করেনি। ব্যাপারটা নিয়ে কথাও বলেনি। আমিই বরং বিনা পয়সায় ওদের হয়ে কনসার্ট করেছি। বরিশালের মানুষদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি বলেই আজ মাঠে ছুটে এসেছি।'

রোববার মিরপুরেও বাজল আসিফের গাওয়া গান। সেটা অবশ্য বরিশাল বুলসের থিম সং, 'বরিশাল বুলস সামাল, সামাল; বরিশাল বুলস কামাল, কামাল।' তার এমন উপস্থিতেও জেগেও উঠলো মুশফিকের দল। তুললো ১৯২ রান।

রোববার মিরপুরে বরিশাল বুলসের মুশফিকুর রহীম এবং শাহরিয়ার নাফীসের দুর্দান্ত হাফসেঞ্চুরির জবাবে রাজশাহীর ড্যাশিং ব্যাটসম্যান সাব্বির রহমানের ব্যাট থেকে আসে ঝড় সেঞ্চুরী। তবে সাব্বিরের এই অসাধারণ ইনিংসটি শেষ পর্যন্ত বৃথা যায়। টানটান উত্তেজনাকর ম্যাচে ৪ রানের দারুণ এক নাটকীয় জয় তুলে নেয় বরিশাল বুলস!

১৩ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে