রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬, ০৯:০২:০৯

মাশরাফির ৩ উইকেট, খুলনার সর্বোচ্চ রান স্কোর

মাশরাফির ৩ উইকেট, খুলনার সর্বোচ্চ রান স্কোর

স্পোর্টস ডেস্ক: কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক খুলনা টাইটানসের প্রথম ৩ উইকেট নিলেন। গতি আটকালেন। তাতে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে খুলনা ৯ উইকেটে ১৪৪ রান করেও খুশি।

চলতি বিপিএলে এটাই খুলনা টাইটানসের সর্বোচ্চ রান স্কোর! এর আগের ম্যাচগুলোতে খুলনার যথাক্রমে ১৩৩, ৪৪ ও ১২৭ রান করেছে।

রোববার মিরপুরে চতুর্থ ম্যাচে টস হেরে দারুণ শুরু খুলনার। ৪৫ রানে ওপেনিং পার্টনারশিপে। হাসানুজ্জামান (৩৭) ও আন্দ্রে ফ্লেচার (২৩) ৪.৪ ওভারে এই রান দিলেন। এরপর শুভাগত হোমের (১৬) সাথে ৪৭ রানের জুটি হাসানুজ্জামানের।  

ফ্লেচার এবারের আসরে মাশরাফির প্রথম শিকার। আগের দুই ম্যাচে উইকেট পাননি। অন্যরা যখন মার খাচ্ছেন তখন আক্রমণে ফিরে ১১তম ওভারের প্রথম বলে শুভাগতকে আউট করলেন। ৭ রান পর ফেরালেন হাসানুজ্জামানকেও। লড়াইয়ে ফেরালেন বোলারদের।

সেই পথ ধরে সোহেল তানভির, প্রথম ম্যাচ খেলতে নামা লেগি রশিদ খান, নাজমুল হোসেন শান্ত অফ স্পিনে ভালো বল করলেন। মাহমুদ উল্লাহ (১১) ও অলক কাপালি (৩) নাজমুলের শিকার পর পর দুই ওভারে।

১১৭ রানে ৫ উইকেট থেকে উইকেট হারাতে হারাতেই শেষ পর্যন্ত গেছে খুলনা। শেষ চারের ৩ উইকেট তানভিরের। খুব বড় সংগ্রহ তারা পায়নি। মাশরাফি ও তানভিরের ৩ উইকেট। নাজমুলের ২টি। ১টি রশিদের।  
১৩ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে