স্পোর্টস ডেস্ক: বিপিএল ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন টাইগার সাব্বির রহমান। বোরবার বরিশাল বুলসের বিপক্ষে ১২২ রানের অসাধারণ একটি ইনিংস খেলে এই রেকর্ড করে তিনি।
ফলে বিপিএলের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডের মালিক হন সাব্বির। তবে এর আগে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইলের। ২০১২ সালে বরিশাল বুলসের হয়ে গেইল ১১৬ রান।
মিরপুর স্টেডিয়ামে রাজশাহী কিংস দলের হয়ে ৯টি চার এবং ৯টি ছক্কায় ৬১ বলে ১২২ রানের ইনিংস খেলেন সাব্বির। সেই সাথে বিপিএলের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসটিও খেলেন তিনি।
তবে সাব্বিরের আগে বিপিএলে ক্রিস গেইল সর্বোচ্চ ৩টি সেঞ্চুরি করেছেন। এ ছাড়াও ১টি করে সেঞ্চুরি করেন শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, পাকিস্তানের আহমেদ শেহজাদ, ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন স্মিথ ও ইভান লুইস। তবে টাইগার সাব্বিরের ব্যক্তিগত রানের তুলনায় তাদের ব্যক্তিগত রান কম ছিল। এখন দেখে নিন, বিপিএলে সর্বোচ্চ রান রেকর্ডে সাব্বিরের পর রয়েছেন কারা।
বিপিএলে সর্বোচ্চ ব্যক্তিগত রানের তালিকা:
১.সাব্বির রহমান রাজশাহী কিংস ১২২ ব্যক্তিগত রান
২.ক্রিস গেইল বরিশাল বার্নার্স ১১৬ ব্যক্তিগত রান
৩.ক্রিস গেইল ঢাকা গ্লাডিয়েটর্স ১১৪ ব্যক্তিগত রান
৪.আহমেদ শেহজাদ বরিশাল বার্নার্স ১১৩ ব্যক্তিগত রান
৫.ডোয়াইন স্মিথ খুলনা রয়্যাল বেঙ্গল ১০৩ ব্যক্তিগত রান
৬.মোহাম্মদ আশরাফুল ঢাকা গ্লাডিয়েটর্স ১০৩ ব্যক্তিগত রান
৭.শাহরিয়ার নাফীস খুলনা রয়্যাল বেঙ্গল ১০২ ব্যক্তিগত রান
৮.ক্রিস গেইল বরিশাল বার্নার্স ১০১ ব্যক্তিগত রান
৯. ইভান লুইস বরিশাল বুলস ১০১ ব্যক্তিগত রান
১৩ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আল-আমিন/এএস