বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬, ০১:৫৬:৪৮

শাস্তির মুখে ক্রিকেট বিশ্বের ৫ নক্ষত্র

শাস্তির মুখে ক্রিকেট বিশ্বের ৫ নক্ষত্র

স্পোর্টস ডেস্ক : আইন অমান্য করায় শাস্তির মুখে ক্রিকেট বিশ্বের ৫ নক্ষত্র। তারা হলেন, শেন ওয়ার্ন, কেভিন পিটারসেন, মাইকেল স্ল্যাটার, মার্ক টেলর, ইয়ান হিলি। এই পাঁচ ক্রিকেটার হোবার্ট টেস্টের তৃতীয় দিন শেষে গাড়ি করে ফিরছিলেন। এক সাথে এত তারকার গাড়ী ভ্রমনটা ভক্ত-সমর্থকদের সাথে শেয়ার করা উচিৎ - এই ভাবনা থেকে ফেসবুক লাইভে চলে এলেন ওয়ার্ন।

আর তাতেই আসলো বিপদ। সিটবেল্ট না বেঁধে গাড়িতে চড়া যে আইনত দণ্ডনীয় অপরাধ। এক ভক্ত সেটা মনে করিয়ে দেওয়ার পর অবশ্য সবাই সিট বেল্ট বেঁধে নেন।

তবে, তারপরও রক্ষা হচ্ছে না। আইন ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে সবার ৩০০ ডলার করে জরিমানা হতে পারে। এ ছাড়াও ট্রাফিক আইন ভাঙার কারণে তিনটি করে ডিমেরিট-পয়েন্টও পাবেন সবাই।

তাসমানিয়া পুলিশও বিষয়টি নিয়ে খুব সিরিয়াস। ভারপ্রাপ্ত পরিদর্শক ইয়ান ম্যাথুসন এক বিবৃতিতে বলেছেন, ‘এ ব্যাপারে একটা তদন্ত শুরু হয়েছে। আমরা ভিডিও ফুটেজ পেয়েছি। আমাদের কর্মকর্তারা সেটা পরীক্ষা করছেন।
১৭ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে