বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬, ০৩:২১:১১

অস্ট্রেলিয়া দলে ফিরলেন কোচ চ্যাপেল

অস্ট্রেলিয়া দলে ফিরলেন কোচ চ্যাপেল

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটে বাজে দিন পাড় করছে অস্ট্রেলিয়া। এর জেড়ে প্রধান নির্বাচকের পদ ছেড়েছেন রডনি মার্শ। অস্ট্রেলিয়ার ভরাডুবির দায় আর না নিতে পেরেই সরে দাড়িয়েছেন তিনি। এখনই স্থায়ী প্রধান নির্বাচক না পাওয়ায় আবার পুরানোদেরই ফিরিয়ে আনা হয়েছে অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানেলে।

আবারও অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন ট্রেভর হন্স। তার সাথে গ্রেগ চ্যাপেলকেও আবার আনা হয়েছে নির্বাচক কমিটিতে। তবে দুজনকেই অন্তবর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে। এই দুজনের সাথে আগের কমিটির মার্ক ওয়াহও থাকবেন।

চ্যাপেল প্রথমবার ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক হয়েছিলেন ১৯৮৪ সালে। এর কিছুদিন আগেই মাত্র আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন এই অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। সে ধাপে ছিলেন ১৯৮৮ পর্যন্ত। এরপর ছিলেন ২০১০ থেকে ২০১১ পর্যন্ত। এরপর কাজ করছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার ন্যাশনাল ট্যালেন্ট ম্যানেজার হিসেবে।

চ্যাপেলকে দায়িত্ব দেওয়া সম্পর্কে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড প্রেভার  বলেন, ‘তরুণ অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সম্পর্কে তার (গ্রেগ চ্যাপেল) থেকে বেশি জ্ঞান কেউ রাখে না। তাই তার উপরেই ভরসা করছি।’  

দুজনকে অন্তবর্তীকালীন দায়িত্বে রেখে দীর্ঘমেয়াদী নির্বাচক ও চেয়ারম্যান খোঁজার কাজ চালিয়ে যাবে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে কোনো সুনির্দিষ্ট সময়সীমা ঠিক করেনি বোর্ড। হন্স-চ্যাপেলের ভারপ্রাপ্ত দায়িত্বের মেয়াদও তাই লম্বাই হবে বলে ধরা যায়।

জানিয়ে রাখা ভালো, অস্ট্রেলিয়া সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোবার্ট টেস্ট সহ টানা পাঁচটি টেস্ট ম্যাচ হেরেছে। শ্রীলঙ্কার বিপক্ষে তাদেরই মাটিতে ৩-০তে হোয়াইটওয়াশ হওয়ার পর ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে ২-০তে হেরে ইতোমধ্যে সিরিজ শেষ। আগামী ২৪ নভেম্বর অ্যাডিলেডে দিবা-রাত্রির ম্যাচ দিয়ে শেষ হবে সিরিজ। ‌
১৭ অক্টোবর ২০১৮/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

 


 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে