সোমবার, ২১ নভেম্বর, ২০১৬, ০৬:৪৬:২১

একজনের কাছেই আমরা ১১জন দুইবার হারলাম: সাকিব

একজনের কাছেই আমরা ১১জন দুইবার হারলাম: সাকিব

স্পোর্টস ডেস্ক: এর আগে মিরপুর স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে সামিত প্যাটেলের ৪৪ রান বিধ্বংসীয় ব্যাটিংয়ে ৬ উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে রাজশাহী কিংস।

এবার সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন উইকেটের জয়ে সামিতের দানবীয় ব্যাটিংয়ের অবদান। এদিন ৩৯ বলে ৬টি ছক্কা এবং ৫টি চারের সাহায্যে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ জেতা প্যাটেল।

তাই খেলাশেষে সংবাদ সম্মেলনে এসে ঢাকা ডায়নামাইটসের আইকন ক্রিকেটার সাকিব আল হাসান আক্ষেপ বলেন, একজন সামিত প্যাটেলের কাছে আমরা এগারোজন দুইবার করে হারলাম।

সাকিব বলেন, দুইটা ম্যাচেই আমরা একজন খেলোয়াড়ের কাছে হেরে গেলাম। এটা একটা হতাশার ব্যাপার আমাদের দলের জন্য। যে আমরা ১১ জন মিলে একজনের সাথে পারলাম না।

ঢাকায় জয়ে শুরু চট্টগ্রামেও জয়ে শুরু হঠাৎ ছন্দপতনের কারণ উল্লেখ্য করে সাকিব বলেন, অবশ্যই আমরা ভালো খেলিনি। এটাই সবচেয়ে বড় কারণ। আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি।

প্যাটেলের কাছেই হারলেন কি? এ প্রশ্নের জবাবে সাকিব বলেন: হ্যা, মুমিনুলও ভালো ব্যাটিং করেছে। কিন্তু সামিত প্যাটেল যেভাবে ব্যাটিং করেছে পুরো খেলাটাই বদলে দিয়েছে।
২১ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে